পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৪৬ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । চুম্বিয়া ললাট গোপা, চম্পককলির পত্র, লইলেন ধীরে রাজবসন খুলিয়া । চিরিয়া গৈরিকাঞ্চল পরাইল উত্তরীয়, কেশে চারু ক্ষুদ্র চুড়া বঁধিলা মুন্দর, স্বনার সন্ন্যাসী শিশু সাজাইয়া রাহুলেরে আনন্দে কহিলা গোপা অশ্র দরদর“রাহুল । পিতার কাছে মাগ গিয়া পিতৃধন - বিস্ময়ে জিজ্ঞাসে শিশু কঁাদ কঁদি স্বর-- -কে আমার পিতা মা গে| 1 আছে কি পিতা আমার ! কই ত পিতায় মা গো ! দেখিনি কখন ?* অশ্র দর দর গোপ কহিল—“সন্ন্যাসীদেৰ তোমার জনক, ওই কর দরশন ! অনস্ত অমৃত ধন আছে বৎস । তার কাছে, দিতেছেন অকাতরে সরে দয়াধার ; তোমাকে আমাকে তাহ অবহু দিবেন তিনি, মাগ গিয়া পিতৃধন চরণে পিতার - রাহুলে লইয়া বুকে বসিলেন জামু পাতি পতি-পদতলে গোপা, মূৰ্ত্তি করুণার । রাহুল কাদিয়া কহে—“দেও পিতঃ "পিতৃধন ’ নীরব নিম্পৰ্ম্ম বুদ্ধ শিষ্যদ্বয় আর । ছুটিয়া আসিল কক্ষে রাজপরিবারগণ, বৃদ্ধ রাজ রাণী সহ, করি হাহকার, আবার আবার শিশু-দেও পিতঃ । পিতৃধন ?” কহিছে কাদিয়া, অশ্রু বহিছে গোপার । দিব পিতৃধন বৎস ! পালিব পিতার ধৰ্ম্ম দিব সপ্ত রত্ন”—বুদ্ধ কহিলা গম্ভীরে,