পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৮ ) লোক-শিক্ষা । কৌশাম্বীর মহোহর মুকুল পৰ্ব্বতে, নিরথিয়া প্রকৃতির শোভা সম্ভস্নাত, . সমেঘ-বিদ্যুৎ-বারি মণ্ডিতা ভূষিতা, কাটাইয়া বর্ষ ধ্যানে নিৰ্ব্বাণের মুখে নিরজনে, চলিলেন করিতে প্রচার নব ধৰ্ম্ম নব বলে পুনঃ তথাগত নব শরতের সহ । *একনালী” গ্রামে যাইতেছে ভরদ্বাজ ভূস্বামী ব্রাহ্মণ বহু হল সহ ক্ষেত্রে, ভিক্ষণপাত্র করে দাড়াইলা বুদ্ধদেব ইয়ারে তাহার নতমুখে । ক্রোধে বিপ্ৰ হইয়া অধীর কহিল—“শ্রমণ ! দেখ করিয়া কর্ষণ বহু শ্রমে ভূমি, বীজ করিয়া বপন উৎপন্ন করিয়! শস্ত, করি আহরণ, করি আমি আপনার জীবনধারণ । বিনা শ্রমে এ সংসারে আহার কাছারো নাহি মিলে । তব মুস্থ বলিষ্ঠ শরীর . বলী বলীবর্দ্র মত, কেন অকারণে ভৰে ভূমি অপরের হও গলগ্ৰহ ? কর্ষণ করিয়া ভূমি করগে বপন, বীজ তাহে, মিলিবেক যথেষ্ট আহাঁর ” বুদ্ধ অবনতমুখে উত্তরিলা ধীরে