পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ। . ృుల উত্তরিলা পুনঃ বুদ্ধ—“করিলে বিশ্বাস ধৰ্ম্মে ভক্তিসহকারে পাৰে জ্ঞানালোক, কৰ্ত্তব্যসাধনে পাবে ধন, সত্যে যশ: · স্বপবিত্র নিরঙ্গল, পাৰে বন্ধু প্রেমে। ক্ষমা, সত্য, বদান্তত, দৃঢ়তা, সংযম, ষে লভিবে, পরকালে দুঃথের দাহন হবে তার নির্বাপিত ; করিবে সে জন জন্ম-জরা-ব্যাধি-মৃত্যু-চক্র অতিক্রম।” ব্যাধের হৃদয়ে ধীরে উঠিল জলিয়া জ্ঞানীলোক,— দীপালোক নিবিড় অণধারে গৃহস্তরে ; ভিক্ষুবেশ করিয়া গ্রহণ ছুটিল সে নব ধৰ্ম্ম করিতে প্রচার । একদিন বুদ্ধদেব শ্রাবস্তিনগরে আছেন সশিষ্য বসি পবিত্র বিহারে । মৃত শিশু বুকে কৃষ্ণাগৌতমী জননী আসি শোকাতুরা কহে—“নর-নারায়ণ । অতুল ঐশ্বৰ্য্য মম হউক অঙ্গার ! বৈজয়ন্ত সম পুরী হউক চুর্ণিত ! দেও বচাইয়া মম বুকের সস্তান, একমাত্র শিশু মম | একমাত্র ধন চাহি তব পদে ভিক্ষা ! দয়াময় তুমি, কর দয়া এ দাসীরে । অাছে মা তোমার । , পুত্রহীন মার দুঃখ কে ঘুচাবে আর ? দেহ এই ক্ষুদ্র প্রাণ ! দেও দুই প্রাণ ! নহে তব পদতলে লও প্রাণ আর " | দেখিলেন বুদ্ধদেব করুণ নয়নে