পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

х - * - > 3 Ye নবীনচন্দ্রের গ্রন্থাবলী | আছে কি জগতে অণর । নিরাশ-অনলে * * হায় রে ; জলিতেছিল দুইটি হৃদয় । t ডুবিস্তু আপনি, আর ডুবাইয় তোরে, অনাৰ্য্যের রাজ্যোদ্ধার জুরাশী-সাগরে, নিবাইতে সেই জাল,—সে ভীষণ জ্বালা । রাজ্যলাভে পারে যদি, পারি নিবাইতে !— হয় ! যদি রণরঙ্গে, শত্রুর শোণিতে, প্রতিহিংসা-স্বরামুতে নিবে রে সে জালা ! - বুঝিলাম অংশ মত্ত আমরা দুজন । অন্তথা বাসুকি তোর তিল স্বগ ডরে, তুচ্ছ কথা ধরারাজ্য, স্বররাজ্য পারে ফেলিতে চরণে ঠেলি অম্লান বদনে । কিন্তু তোর অপমান, এ ঘোর নিগ্ৰহ! হা বিধাতঃ ! বাস্থকির স্নেহের মৃণালে একটি যে নীলোৎপল, অতুল জগতে, ফুটিল, তাহার ভাগ্যে লিখিলে এ লিপি ! ফেলিলে আনায়ে এই বনের শাৰ্দ্দল, করিলে নিবীৰ্য্য হেন, য়েছে চাহিয়া ভগিনীর অপমান ।”— বহিল নয়নে, বিদ্যুৎ-বিক্ষেপী মেঘে, সলিলের ধারা । কাতরে কহিল কারু,-“এ কি কথা, দাদা ! বাস্থকির ভগ্নী আমি, নাগেন্দ্রনদিনী, কি সাধ্য একটি দীন ঋষি জ্বরাচার করে মম অপমান ? একটি পতঙ্গ কি সাধ্য নিগ্রহ, দাদা ! করে সিংহিনীর ?