পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১* ৬২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । করিব তোমাব সঙ্গে বস্ত্র বিনিময় । তোমাতে রহিব আমি, রহিলে আমাতে । তুমি বৎস প্রতিনিধি হইয়া আমার, ' চালাষ্টৰে সঙ্ঘ তুমি • পড়িয়া কাশুপ দীনভাবে পদতলে করিল স্বীকার । আনন্দে চলিলা কুশীনগরে তখন বর্ষ অন্তে তথ্যগত লভিতে নিৰ্ব্বীণ ! পথে চও চণ্ডালের হইলে অতিথি দিল সে মাংসাশ্ন ভিক্ষ,-ভিক্ষণ প্রত্যাখ্যান । নহে ধৰ্ম্ম শ্রমণের,– করিয়া গ্রহণ হইয়া পীড়িত, কুশীনগরে আসিয়। শুষ্টলেন শালবনে অস্তিম শয়নে । মদগলী ও সরী পুত্র লভেছে নি বর্বাণ । লভেছে নিৰ্ব্বণ গোপা, গৌতমী, রাহুল , দেখিলেন বুদ্ধদেব জীবঙ্গীলা শেষ — শেষ জন্ম ; ইচ্ছিলেন নিঃবtণ ধীরে আসিল পবিত্র নিশি মহানিৰ্ব্বণের । رمانه میجی ج. * ه- حتیبانی همچچ {) సె) মহানিৰ্বাণ । বসন্তের পৌর্ণমাসী । নিৰ্ম্মল আকাশেবসন্তের পূর্ণচন্দ্র । ভাসিতেছে ধরা নিবমল সুশীতল চক্লিক সাগরে । অবলম্বি স্বশিল শাল তরুবর