পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ԵՆԵ নবীনচন্দ্রের ওস্থাবলী । > 8 . “মানব-জীবন নহে-ঝটিকা আশপু, নিরাশর মেঘমালা, মন্দ্র বেদনা, বিয়োগের অশ্র, বক্সত্ৰীড়া বিপদের, . অশান্তির অতৃপ্তির ঘোর হাহাকর ।

  • 、*

“সৌন্দর্য্যে, ঐশ্বৰ্য্যে বীর্য্যে, গৌরবে ও প্রে = কোথা তৃপ্তি ? হায় মৃগতৃষ্ণিক কেবল ! ষত পাই তত চাই ; প্রণে অনিবার আকােজর অতৃপ্তির ঘোর দাবানল ।

  • * *

“কেন এই দুঃখ ? কিবা কারণ তাহার ? কেন জীব সহে এত দুঃখ ঘোরতর ? দুঃথের কারণ জন্ম । না হলে জনম । সহিত না জীব এত দুঃখ নিরস্তর। 3 * “কেন জন্ম ? কি কারণে জন্মে জীবগণ ংখ্যাতীত রূপে, সংখ্যাতীত্ব অবস্থায় ? ভিক্ষুগণ । কৰ্ম্মফল জন্মের কারণ, কৰ্ম্মফলে অবস্থার রূপান্তর হয় ! ●ゲ “স্বরস্থির, নর এই বিশ্বচরাচর সকলেই কৰ্ম্মরত, জড় ও চেতন . কৰ্ম্মফলে কেহ স্বর, কেহ বা অম্বর, কেহ নর, কেহ কীট ঘৃণিত অধম ।