পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& θά , নবীনচন্দ্রের গ্রন্থাবলা •ව්චූ

  • কেম হয় হেন জ্ঞান ?--অাছে সংস্কার জন্মগত, জাতিগত যে মাংস আমার ঘটাইল এই মৃত্যু ; পরম হল্লভ চগুলৈ চণ্ডের তাঁহ, স্ব স্বাছ আহর ।

^${ -জাতিভেদে, জীবভেদে কত রূপান্তর রূপ-রস-মুগন্ধের এই সংস্কার । , অতএব নহে সত্য রূপ, গন্ধ, রস ; ভ্রান্তিবশে ভাবি সত্য. মোহে অবিদ্যার । । '&' } -বুঝিলে কি ভিক্ষুগণ দুঃখের কারণ এই ভ্রান্তি এই ভ্রান্ত রূপ-রস-জ্ঞান উপজি হুগের তৃষ্ণ, করে কৰ্ম্মে রত কৰ্ম্মফলে জন্ম ; জন্ম দুঃখের নিদান । ૭૧ “এই ভ্রাস্তি হ’লে দূর হবে তোমাদের চংগের নিরোধ, জয় হইবে না আর । কিসে দূর হবে ভ্রান্তি ?—আছে কোন পথ এ ভ্রান্তি হইতে নর লভিতে উদ্ধার ? ميثية আছে অষ্ট পথ—শুদ্ধ দৃষ্টি নিবমল, সত্য বাক্য, স্বসঙ্কল্প, সাধু ব্যবহার, পুণ্য কৰ্ম্ম; সাধু উপজীৰিক সুন্দর, শুদ্ধ স্থতি, অবিচল সত্য ধ্যান অfর ।