পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । ১৬৭ 窃忘》 -

  • বুদ্ধ, ধৰ্ম্ম, সঙ্ঘ—এই ত্রিরত্নে শরণ লও ভিক্ষুগণ লভ নিরবণি আর ! পশিয়৷ গহন বনে ভূধরে সাগরে বুদ্ধ, ধৰ্ম্ম, সঙ্ঘ, কর নিৰ্ব্বাণ প্রচার ”

নীরব সুর্ণিমা-নিশি ; নিম্পনা নীরব উদ্ধে পূর্ণচন্দ্র, নিম্নে মুগু ধরাতল । ফুরাইল শেষ কথা ; ধীরে বুদ্ধদেব হইল নীরব, ধীরে মুদিলা নয়ন । ভিক্ষুগণ এককণ্ঠে ভক্তি-উচ্ছ্বসিত গাইল, সে মহাধন কষ্ক্রিয় ধ্বনিত— “বুদ্ধং মে শরণম্। ধৰ্ম্মং মে শরণম্। সঙ্ঘং মে শরণম্।” মহাকথা, মহাকণ্ঠ, শাও মুগভীর নৈশ নীরবতাসহ মিশাইল ধীরে । মিশাইল ধীরে পুণ্য-জ্যোংস্কার সহ "নিৰ্ম্মল উজ্জ্বলতর পূর্ণ জ্ঞানালোক – সমাধিস্থ বুদ্ধদেব লভিলা নিৰ্ব্বাণ । মহাতরু-তলে মহামূৰ্ত্তি নিৰ্ব্বণের সমাধিস্থ, উদ্ভাসিত মহামহিমায়ু পূর্ণিমার নিশীথের ফুল্ল চন্দ্র করে, হইল স্থাপিত যেন মহা যোগাসনে , বসন্তের সমুজ্জল পূর্ণচন্দ্র-কর হইল উজ্জলতর, শান্তির অমৃত