পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: や2sー。 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ধন্য দয়াবান, দয়া পাইবে তাহার, এধন্ত নিৰ্ম্মলাত্মা, তারা দেখিবে ঈশ্বর, ধন্থ এই ধরণতলে শাস্তি-প্রদাতাতু', ঈশ্বর-সন্তান নাম পাবে শ্রেষ্ঠতর। ধন্য যারা পবিত্রতা তরে উৎপীড়িত, স্বৰ্গ-রাজ্য তাহারাই পাইবে নিশ্চিত । তোমরাও ধন্ত স’বে আমার কারণ কত মিথ্যা অপবাদ,কিত উৎপীড়ন । কর জয় জয়কার, হও আনন্দিত; স্বর্গে প্রতিদান তার পাবে আশাতীত । তোমাদের পূর্ব-গামী যত জ্ঞানিগণ সহিয়াছে এইরূপে ঘোর উৎপীড়ন । লবণ এ পৃথিবীর তোমহ সকল । লবণের লবণত্ব হলে অপৰ্নীত, কিসে হবে লং ণিত ? তখন শ্রেবল ফেলে দেয় লোকে, করে চরণে দলিত । আলেক এ পৃথিবীর ভোমরা ধরায় । গিরি শৃঙ্গে যে নগর লুপ্তান না যায় । জালি দীপ লোক নাহি স্নাথে লুক্কায়িত ;. রাখে দীপাধারে, গৃহ হয় আলোকিত । cठभनि श्राद्धणांक उद श्रँडेक फेण्बण মানব নয়নে, তব মুকাৰ্য্য সকল দেখিয় তাহারা যেন গায় পুলকিত স্বর্গস্থিত ঈশ্বরের গৌরব-সঙ্গীত । আসি নাই আমি ধৰ্ম্ম করিতে সংহর । সাধন, সংহার নহে, উদ্দেশু আমার । {