পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

थुक्कै T ১৬৯৭ কর উপাসনা তব অদৃশু পিতাব । গোপনে দেখিয় তাহ জনক তোমার প্রকাশু্যে দিবেন তিনি পুরস্কার তার । কর যবে উপাসনা মূখদের মত করিও না পুনরুক্তি, ভাবে তার মনে, এক কথা তারা যদি কহে বারংবার অবশ্য পশিবে তা হা ঈশ্বর শ্রবণে । তোমাদের কি অভাব ক্ষুদ্র মুখ নর, চাহিবার আগে তঃ হা জানেন ঈশ্বর । বাক্য-আডম্বর নাহি করিয়া অসার এই রূপে উপাসনা করিও র্তাহার “আমাদের পিতঃ ! স্বর্গে বিরাজিত, পবিত্র তোমার নাম । তোমার এ রাজা ; স্বর্গে যথা, মৰ্ত্তো হও তুমি পূর্ণকাম । দেও আমাদের দৈনিক আহীর, ক্ষম আমাদের ঋণ, আমরা যেরূপে ক্ষমি আমাদের • ঋণগ্রস্ত দীনহীন । করিও না লোভে পতিত কখন, পাপ হ’তে কর ত্রাণ, তোমারই রাজা, • গৌরব বিভব, চিরদিন ভগবন ।” মাহুষের দোষ যদি কর পরিহার, ক্ষমিবেন তব দোষ জনক তোমাক । মামুসের দোষ নাহি কর পরিহার,