পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nలనty* নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ক্ষমিবেন তব দোষ জনক তোমার । করিও না উপবাস ভওদের মত হয়ে বিষাদিত, ক’রে মুখ কদাকার, জানাইতে লোকে তার উপবাস-রত— পাবে তার তাহদের cষা গ্য পুরস্কার । কর মবে উপবাস তোমরা বদন ক৯িও তৈলসিক্ত, মুখ প্রক্ষালন । তব উপহাস যেন লোকে নাহি জানে, কfরবে গোপনে তব জনকের নামে । গোপনে দেখিয়া তাহা জনক তোমার, প্রকাশ্যে দিবেন তিনি পুরস্কার তার । করিওন। পৃথিবীতে অর্থের সঞ্চয় কাটে কীটে, করে যথা তস্করে হরণ । স্বগেতে সঞ্চিত অর্থ, নাহি কাটে কীটে, ন পারে তস্করে তােহা হরিতে কথন । যেখানে করিবে তুমি অর্থের সঞ্চয়, সেখানে তোমার মন রহিবে নিশ্চয় । দেহের আলোক নেত্র, এক-দৃষ্টি যদি হয় নেত্র, হবে তব দহ দীপ্তিময় । হয় সেই দৃষ্টি যদি পপ নিরবধি, হবে অন্ধকারপূর্ণ দেহু সমুদয় । অন্তর-আলোক যদি হয় অন্ধকার, সেই অন্ধকার কিবা ভীষণ আবার ! করিক্তে দাসত্ব দুই প্রভুর কখন নাহি পারে কোন জন, নিশ্চয় সে জন একেরে বাসিবে ভাল, ইণিৰে অপরে ;–