পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शृकै । ১৬৯৯ : পরিবে না সেবিবারে ধন ও ঈশ্বরে। জীবনের চিত্ত নাহি করিও কখন, — কি গণহবে, কি পরিবে, কি কবিৰে পান । অসন হইতে শ্রেষ্ঠ নহে কি জীবন ? বসন ৪ দেহ তব ন হেত সমান ? ওই দেখ আকাশের বিহঙ্গ নিচয়, না বুনে, না কাটে শস্ত, না করে সঞ্চয় ; যোগান স্বৰ্গীয় পিতা তাদের আহার,— তোমরা মান গণ কত শ্রেষ্ঠ তাঁর । চিস্ত করি কে বাড়তে পারে কলেবর এক হস্ত ? বস্ত্র তবে কেন চিন্তুfপর ?-- দেখ প্রাস্তরের ফুল, জনমে কেমন ! নাহি করে শ্রম তীর, না বুনে বসন ; আমি কহিতেছি, তবু বাজ সলেমান’ ছিল না সজ্জিত গৰ্ব্বে একটি সমান । আজ আছে, কালি হয় উননে পতিত যেই তৃণ, তাকে যদি করেন ঈশ্বর এরূপে ভূষিত, তবে তোমায় ভূষিত করিবেন ততোধিক, অবিশ্বাসী নর । অতএব চিন্তা নাহি করি ও কখন । কি খাইবে, কি পরিবে, কি করিবে পান। –সংসারীও চাহে তাহ-জানেন ঈশ্বর এ সব অভাব তব ; করিবেন দান । সৰ্ব্বাগ্রে ঈশ্বর-রাজ্য, পবিত্রভ তার, অনুসর ; পাবে অন্য অভাব তোমার } অতএব করাjতরে তোমরা কখন &