পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शृकै । ১৭•: খেলজ,—তবে তোমরা তা’ পাইবে নিশ্চিত, কপটে আঘাত কর—হবে উদঘাটিত । যে চাহে, সে পায় ; নহেম্বে খোজে, নিষ্ফল ; ষে করে আঘাত, পায়, দ্বার অনর্গল । তোমাদের মধ্যে আছে কে এমন নর, পুত্র যদি চাহে অন্ন, অপিবে পাথর ?-- কিংবা চাহে মৎস্ত যদি, দিবে বিষধর ? তোমরা মানব পাপী আপন সন্তানে দেও দি এইরূপ দ্রব্য প্রীতিকর, দিবেন ত্রদিবস্থিত পিতা তোমাদের, প্রার্থনকারীকে দান কত (শ্রষ্ঠতর l তুমি অপরের কাছে চাহ যেই মত, কর অপরের প্রতি,—ই হ নীতিগত । প্রবেশ সঙ্কীর্ণ দ্বারে ; জানিও নিশ্চিত বিস্তীণ কপাট, পথ অতীব বিস্তৃত বিনাশের ; সেই দ্বারে, সেই পথে, নর ধ্বংসপুত্বে সংখ্যাতীত পশে নিরস্তর । সংকীর্ণ অপরিসর জীবনের দ্বার ; আতি অল্প লোক পায় সন্ধান তাহার । কপট শিক্ষক দেখি করিও না ভুল ; মেষ চৰ্ম্মাবৃত তারা ক্ষুধিত শৰ্দ্দল । ফল দেখি তাহাদের পাবে পরিচয়, কণ্টকে না ফলে দ্রাক্ষ ফল মুধামন্ত্র । এরূপে স্বৰূক্ষে জন্মে সৰ্ব্বত্রে ছফল । ভেমতি কুবৃক্ষে জন্মে কুফল সকল। স্থবৃক্ষে কুফল নাহি ফলে কদাচিত , ,