পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্ট । । 物 ه۹۰د শুনিয়া ལྭ་སྒང་ বাৰ্ত্ত ত্রী-আরোহণে চলি গুেল ?ষ্য সহ যিশু এক বনে । ੱਚ ਧੋਥ-ਬੋਲੱਬਕ:করাইল নর পঞ্চসংস্কুড়োজন। * কুঁটি সিন্ধুবক্ষে তরী করি আরোহণ, নানাদেশ দেশান্তর করিলা ভ্রমণ, সৰ্ব্বত্রে নূতন ধৰ্ম্ম করিয়া প্রগর, অলৌকিক বহু কাৰ্য সাধি বারংবার। কহিল একদা লোকে—“মুখে যাহা যায়, তাহতে মানুষ নাহি করে কলুষত ; মুখ হ’তে আসে যাহা, মানুষ তাহায় করে কলুষিত মাত্র, জানিও নিশ্চিত । মুখে যাহা যায়, তাহ প্রবেশি উদরে হয় ধ্বংস ; আসে যাহা মুখ হ’তে আর, হৃদয় হইতে তাহ! জানিও নিঃসরে ;– যানব হৃদয় সৰ্ব্ব পাপের অধীর । দেবনিন্দ, চুরি, মিথ্যা, হতা, পরদার,— হৃদয় হইতে হয় উখন সলার । যেই বৃক্ষ নহে মম পিতার রোপিত, নিশ্চয় জানিও তাহ হবে উৎপাটিত । অন্ধের পরিচালক সেই অন্ধগণ, তোমরা তাদের কাছে যাবেন কখন ! অন্ধলোক করে যদি অঙ্কেরে চালিত, নিশ্চয় উভয় কুপে হইবে পত্তিত।” । কহিলে বিপক্ষগণ-“ঈশ্বরকুমার । যদি তুমি, চিহ্ন তবে দেখাও তাহার",