পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*१*२' নবীনচন্দ্রের গ্রন্থাবলী । একটি শিশুকে ডাকি অঙ্কে সাইয়া কহিলেন শিষ্যগণ শিশুকে হিয়— “নহ’লে তোমরা ক্ষুদ্র শিশুর মতন, স্বৰ্গরাজ্যে পরিবেন পশিতে কথন। ষে হবে বিনীত এই শিশুর মতন, সেই জন স্বৰ্গরাজ্যে হবে শ্রেষ্ঠতম। এরূপ একটি শিশু যে করে গ্রহণ মম নামে, আমাকেও পাৰে সেই জন যে হিংসে একটা শিশু, হয় সেই জন গলায় বধিয়া শিলা সমুদ্রে পতন । ঘুণিওনা শিশুদেরে, স্বর্গে শিশুযত স্বৰ্গস্থ পিতার মুখ নিরখে সতত । মনে কর, কারে যদি থাকে শত মেষ, তাহার একটি করে অপথে গমন, ফেলি উনশত, করি অরণ্যে প্রবেশ, রক্ষক কি নাহি করে তার অন্বেষণ ? সেইরূপ ইচ্ছা নহে স্বগীয় পিতার, এরূপ একটী শিশু হউক সংহার। তোমীর ভ্রাতায় যদি করে অপরাধ, উভয়ে মিলিয়া মিটাইও মনোবাদ । জিজ্ঞাসিল শিষ্য—“দোষ আপন ভ্রাতার ক্ষমিব কি সাতবার, কিংবা কত বার ” যিশু কহিলেন---এই আদেশ অামার,— সাতবার । ক্ষমিবে তা সাত শতৰাৱ । এই হেতু স্বৰ্গরাজ্য সে রাজার মত লইত ষে ভূত্যদের হিসাব সতত ।