পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী। سواد هلا

  • আত্মা, মন, হৃদয়ের হিত করিবে প্রেম

ঈশ্বরের, বিধাতা তোমার ;– এই নীতি আদি নীতি, এই নীতি সৰ্ব্বশ্রেষ্ঠ ! সমতুল্য দ্বিতীয় তাহার— । অfপনার মত ভাল বাসিবে প্রতিবাসীকে । এই দুই নীতির উপর, সমুদয় ধৰ্ম্মশাস্ত্র, .كمي ਸੰਬਰ ধৰ্ম্মশিক্ষক, করিতেছে সকলি নির্ভর । , উপস্থিত শিষ্যগণে, সমাগত সমারোহে কহিলেন যিশু অনস্তর* মুসার + আসনে, দেধ, বসিয়াছে যাজকেরা, তাহাঁদের-অন্ধ অনুচর * শিক্ষণ তারা দিবে যাহ। পালন করিও তাঁহী ; কিন্তু করিও না কদাচন তাহারা করিবে যাহা । কারণ, জানিও, তারা কহে ষাঁহ, করেন। কথন । গুরুতর ভার তারা, মানুষের স্কন্ধে পরে ক্লেশ কর করিবে স্থাপিত । - নিজে তারা করিবেন, চালাইতে সেই ভীর,

  • একটা অঙ্গুলী সঞ্চালিত । দেখাইতে মানুষেরে করে তার কৰ্ম্ম, আর

করিবারে উদর পূর্ণ। - cভাজনে, কি দেবালয়ে, সর্বত্র দেখিৰে তার! করে উচ্চ আসন গ্রহণ । 奪

  • খুষ্টের পূৰ্ব্ববৰ্ত্তা ধৰ্ম্মপ্রচারক ।