পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । দীপাবলী, তৈল তরে চলিল ছটিয়া । অন্ত পঞ্চ কন্ত। তবে বরের সন্ধুিত চলিল বিবাহে, দ্বার হইল রোধিত । কহে অন্ত পঞ্চ কম্ভ আসিয়া আবার— ‘প্রভু ! প্রভু ! আমাদেরে খুলে দেও দ্বার : উত্তরল ফিরিইয়া বর মুখখানি— ‘সত্য কহি তোমাদের নাহি চিনি আমি ? থাক প্রতীক্ষায় তাই, মানৰ তনয়; নাহি জান, আসিবেন কেমন সময় । স্বৰ্গরাজ্য জানিও সে প্রভুর মতন যে গেল মুদূর দেশে করিতে ভ্রমণ । এক ভূত্যে পঞ্চমুদ্র, দিলা অন্তে আর স্থই মুদ্রা, অন্যে এক, যথা শক্তি যার । প্রথম, দ্বিতীয় করি বাণিজ্য মুদ্রায় করিল দ্বিগুণ বৃদ্ধি ; তৃতীয় ধরায় রাখিল পুতিয়া সেই মুদ্র আপনার । স্বগৃহে ফিরিলে প্রভু, যাহা ছিল যার দেখাইল ভূত্যগণ। প্রথম দুজনে কহিলেন প্রভু প্রীতিপ্রফুল্লিত মনে – "উত্তম বিশ্বস্ত ভূতা ! করিয়াছ বেশ । প্রভুর আনন্দ রাজ্যে করুহ প্রবেশ তৃতীয়ে কহিলা- দুষ্ট । অলস ! আমার না করিলি ব্যবহার উচিত মুদ্রার ? "কেড়ে লও মুদ্র । অাছে দশ মুদ্র যার কর সমর্পণ উহা করেতে তাহার ! যার আছে, সে পাইবে অারে, সমীচীন ;