পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্ট । ” X ԳՀՓ: بانيا যার নাই, সে হুইবে আরো দীনহীন । অ ধীরে অকৃতি ভূত্যে কর বিসৰ্জ্জুন ! উঠিবে রোদনধ্বনি, দত্তের ঘর্ষণ । আসিলে মানব-পুত্র দেবের সহিত, গৌরবের সিংহাসনে হৰে অধিষ্ঠিত । সমস্ত মানব জাতি হবে একত্রিত । অজ মেষ করি বাম দক্ষিণে স্থাপিত রাখালের মত, প্রভু কহিবেন. তবে দক্ষিণ পাশ্বেতে স্থিত মেষপাল সবে— ‘অস্বষ্টি হয়েছে যেই রাজ্যে নিয়োজিত তোমাদের তরে, তাহে হও অধিষ্ঠিত ! ক্ষুধাতুর যবে আমি, যোগালে আহার । কৃষ্ণাতুর যবে, দিলে নীর স্বধাসার । অঞ্জনিত ছিনু আমি, করিলে গ্রহণ । বস্তুহীন ছিমু যবে, যোগালে বসন । ছিলাম পীড়িত যবে, সেবিলে আমায় { ছিনু কারাগারে, দেখা করিলে তথায় । কহিল পুণ্যাত্মাগণ—“একি কথা হায় ! আমরা এরূপে কবে সেৰিমু তোমায় ? কঁহিলেন প্রভু—‘এক নিকৃষ্ট ভ্রাতার করিয়াছ সেবা যবে, করেছ আমার ” কহিবেন বাম পাশ্ব স্থিত আজঙ্গলে— দূর হও নরকের অনন্ত অনলে । ক্ষুধাৰ্ত্ত ছিলাম আমি, দিলিন আহর । তৃষ্ণাতুর ছিন্থ আমি দিলিনা আসার । অজানিত ছিমু, নাহি করিলি গ্রহণ । f