পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»ዓትö• নবীনচন্দ্রের গ্রন্থাবলী। f ৰিশুকে ধরিয়া বলে ; চলিল পিটার পিছে, বসি ভূতাদের মাঝে দেখে পরিণাম। ছিল বহু মিথ্য সাক্ষী, কেহ নহে অগ্রসর, অবশেষে অন্বেষণে মিলিল দুজন। কহে তারা—“এই ব্যক্তি মন্দির করিয়া ধ্বংস বলেছিল তিন দিনে করিবে স্বজন ।” প্রধান যাজক উঠি কহে-“কেন ক্লিত্তর ? কি কহে ইহারা ?” যিশু মেীণ ভাবে রয়। আবার যাজক কহে— *ঈশ্বরের নামে আমি জিজ্ঞানি—তুমি কি খৃষ্ট, ঈশ্বর-তনয় ?” উত্তর করিলা তবে যিগু-“কহিয়াছ তুমি । আমি কহি, অনস্তর করিবে দর্শন মানব-তনয় বলি শক্তির দক্ষিণ পার্শ্বে আসিতে স্বৰ্গীয় মেঘে করি আরোহণ।” কহিল যাজক ক্রোধে, অঙ্গের বসন ছিড়ি— •করিয়াছে দেবনিন্দা করিলে শ্রবণ । সাক্ষীর কি প্রয়োজন ? কি দগু করিবে বল ?” -প্রাণদণ্ড”—উত্তরল তাহারা তখন । তখন সকলে মিলি, ” থুথু দিল মুখে তার, পাপীগণ নানামতে করিয়া প্রহর, ' কহিল বিদ্রুপ করি - *কহ খৃষ্ট । ভবিষ্যত ; কহ কে মারিল চড় পৃষ্ঠেতে তোমার ?” পিটার লাfহরে বলি ; 'তথা এক নারী আমি কহিল—“যিশুর সঙ্গে দেখেছি ইহায় ” পিটার তাদের কাছে অস্বীকার করি কহে— -নাকি জানি এক্টরূপ কেন কঙ্ক হয় !"