পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্ট। ১৭৩৫ § ঘোরতর ভূমিকম্পে কঁপিছে মেদিনী । স্বৰ্গ হতে দেবদূত নাম একজন সরায়ে উপলথগু, করিল আসন। বিদ্যুতপ্রতিম জ্যোতিঃ অঙ্গে ঝলঝল, পরিধেয় বস্ত্র শোভে তুষার ধবল । কহিলেন—“চেয়ে দেখ রমণীযুগল, যিশু গিয়াছেন স্বর্গে, শূন কক্ষতল ।” একাদশ শিষ্যগণ আকুলহ্নদয় নির্দিষ্ট পৰ্ব্বতে এক লইল আশ্রয়। কহিলা তথায় যিশু দিয়া দরশন--- “পাইয়াছি সৰ্ব্বশক্তি আমি, শিষ্যগণ ! পিতা, পুত্র পরমাত্মা নামেতে দীক্ষিত করিয়া মানবজাতি, কর প্রচারিত মন শিক্ষা, যতদিন রবে চরাচর, তোমাদের সঙ্গে আমি বুব নিরস্তর ” ক্ষম : ;