পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায়। അമ്മ 'അ' কমলে কামিনী । শরৎ কাল । প্রকৃতির লীলাভূমি চট্টগ্রামের দক্ষিণাঞ্চল প্রাতঃস্বর্যের মৃদুলঞ্চিরণে হাসিতেছিল। পশ্চিমে অনস্ত সাগরের নীলারাশি ; পূৰ্ব্বে বৃক্ষপল্লব সমাচ্ছন্ন গুiমল পর্বতমালা। উভয়ের মধ্যে নাতিবিস্তৃত দীর্ঘায়ুত হরিংশস্তক্ষেত্ৰখচিত তটভূমি। তাহার স্থানে স্থানে নিবিড় তরুকাননশোভিত ছনুয়া, বড় ঘোনা, বড় বাকিয়া, পেকুয়, গণ্ডামার প্রভৃতি গ্রামাবলীর বর্ষবিধৌত শুমকান্তি । উত্তরে বর্ষার পর্বতপ্রবাহে পূর্ণকলেবর শঙ্খনদের ও দক্ষিণে মাত৷ মুহরী নদীর বিশাল রঞ্জতধারা। বালস্থৰ্য্যের তরলক্ষ্ণবর্ণকরে মণ্ডিত হইয়। এই দৃষ্ঠাবলী যে অপূৰ্ব্ব শোভা ধারণ করিয়াছিল,তাহ কবির কল্পনাতীত, এবং চিত্রকরের চিস্তাতীত। কিঞ্চিং দক্ষিণে সমুদ্রগর্ভে কুতুবদিয়া, মহেষখালী, সোনাদিয়া প্রভৃতি দ্বীপপুঞ্জ বিশাল