পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । እግ©፭ 攀 এমন আর কিছুতেই হয় না । তিনি মাধবাচার্য্যের "জাগরণ" বা চণ্ডীকাব্য সৰ্ব্বদা পড়িতেন ও তাহার গীত শুনিতে বড় ভালবাসিতেন। শরৎপ্ৰভাতে এই সমুদ্রশোভা দেখিতে দেখিতে দূরে তরঙ্গ ভঙ্গে যে ফেনরাশি উদগীর্ণ হইতেছিল, উছা তাহার যেন একটি কমলকানন বলিয়া বোধ হইতে লাগিল, এবং সেই কমলবনে যেন তিনি শ্ৰীমস্তের মত সেইরূপ শিশু সহ ক্রীড়াশীল একটি অপূৰ্ব্ব কামিনীও দেখিতে লাগিলেন । র্তাহার হৃদয় ভক্তিতে পূর্ণ হইল তিনি তখন উচ্ছ্বসিভকণ্ঠে সিন্ধুতীর মুখরিত করিয়া এবং তাহার স্বকণ্ঠে সিন্ধুনিনাদ প্লাষিত করিয়া স্থানীয় কবি ৬ষ্ঠ্যামাচরণের একটি গীত গাষ্টিতে লাগিলেন – > অপরূপ অতি গুন নরপতি, কালীদহের জলে দেখেছি নয়নে, পদ্মেতে পদ্মিনী, জিনি সৌদামিনী, হেরিলাম কামিনী কমল-বনে। R বঙ্কিম-নয়নী জিনিয়া হরিণী, কেশবেণী ফণী, বিদ্যুৎ-বরণী, ধরি করিহরে ধনী গ্রাস করে, ক্ষণেকে উদগীর করিছে বদনে। t ‘ A ক্ষণে দেখি জলে, ক্ষণেকে কমলে, চঞ্চল লুকায় ক্ষণেকে অঞ্চলে, ' - 8পলা চমকে - ক্ষণে কুতুহলে, ক্ষণে গজয়ীজ নিক্ষেপে গগনে।