পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । - እግ8¢ বলিলাম, নৌকা উত্তর দিকে লাগা, ই দক্ষিণ দিকে লাগাইলি কেন ? বালিকা-চুপ কুরিয়া মার খইল। রমণী নাসিকপথে ক্ৰন্দন । করিতে করিতে-যেন সমস্ত জগৎ তাহার প্রতি দুৰ্ব্ব্যবহার করিয়াছে,—“ছহির’ মধ্যে গিয়া শয্যা লইল । বজরার মাঝি মাল্লার এই দৃপ্ত দেখিয়া কাসিতে লাগিল । - বালিকা আশ্রমোচন করিয়া ছহির মধ্যে গিয় তাহার পায়ে ধরিয়া সাধিতে লুগিন্স --উঠ মা, নৌকাতে কিছুই খাবার নাই, কি রাধিব মা ? গোপাল এখনই থিদের কাদিতে আরম্ভ করিবে ; জমিদাদের বজরার কাছে খেলা করিলে চ’ পয়সা পাইতে পারিব।” স্ত্রী। আমি বইতে পরিব না, আমার শরীরে মুখ নাই। এক দিকে খাটিতে থাটিতে মরি ; দিন রান্ত্রি শষ্ট-প্রহরের মধ্যে এক মুহূৰ্ত্তও অবসর পাই না ; আমার সোণার শরীর মাটি হইল। তাহার উপর এই গল । : স্বামী নৌকার পাছা বসিয়া তাম্রকুট সাজিতে সাজিতে নেপথ্যে ইহার টপ্পনী করিয়া বলিতেছেন, "খ"টুনির মধ্যে যাহ। হইতেছে এই ! মেয়েট সমস্ত দিন বাজি করে, তাহার পর রাধে, তাই বাপ বেটা ছুটে থাইতে পায় ” পতিপরায়ণা পত্নী এই টীক্ষা শুনিতে পাইলেন না ; মাঝিরা শুনিল ও হাসিয়ু উঠিল । দাম্পত্যপ্রেমের এই মধুর অভিনয় হইতেছে, এমন সময় বজর হইতে এক জন ভৃত্য ডাকিয়া জিজ্ঞাস করিল,-“তোমরা কি বাজিকর ?” বৃদ্ধ উত্তর করিল,—“হঁ । হুজুর কি অনুগ্রহ করিয়া আমাদের বাজি দেখিবেন ?” ভূত্য বলিল,-“দেখিবেন, তোমরা শীঘ্র আইস ” - i বেদেনী ঠাকুরাণী তখন অশ্রুজল মোচন করিয়া নৌকার