পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । •૧8૨

  • .

ভাসিছে নিশ্চল মুখে দেহ অবুয়বে, কি যেন করুণ ভিক্ষা করিছে নীরবে ! শিশুটি সে মুখপানে চাহি অবিরল, গাহিছে করুণকণ্ঠে নেত্ৰ ছল ছল । বাজিকর কিছু ক্ষণ পরে তরবারিখানিও সরাইয়া নিল, এবং অনাথনাথের দিকে চাহিয়া গদগদ কণ্ঠে বলিল,-"ভানুমতি ।” অনাথনাথ এবার কঁদিয়া ফেলিলেন, দর্শকমণ্ডলী স্তদ্ধ, নীরব, নিশ্চল । , ജ്ജബ് তৃতীয় অধ্যায়। معسمسم، ج مع محد. অন্যথা । । কয়েক দিন হইতে বড়ই গরম পড়িতেছিল । শরৎকালে এমন গ্রীষ্ম কেহ কখনও অনুভব করে নাই । সে উত্তাপও কেমন এক রকমের । প্রকৃতির কেমন এক প্রকার নিৰ্ব্বতিনিষ্কম্প ভব। বম্বন্ধরা যেন কি এক প্রকার স্বল্প প্রতপ্ত বপাকীর্ণ। সমুদ্রে সীমান্ত হিল্লোলমাত্র লক্ষিত হইতেছিল না । পূৰ্ব্বদিন সন্ধ্যাকালে সমুদ্রতীরে ভ্রমণ করিবার সময়ে,অনাথনাথ যেন স্থানে স্থানে গন্ধকের গন্ধ পাইয়াছিলেন। প্রাতঃকাল হইতে মেঘ হইতেছিল। বেল প্রহরাতীত হইলে সমুদ্রগর্ভ হইতে যেন ঘোরতর কৃষ্ণবর্ণ মেঘের পর মেঘ উঠতে লাগিল, এবং কেমন লিক লিক কবির বাতাস বহিতে লাগিল। তিনি সেই শ্বস্বস্তুচিত গ্রীষ্ম । অনুভব করিয়াই একটি হর্যোগের আশঙ্কা করিতেছিলেন। এখন এই মেঘ দেখিয় তাহার আশঙ্কা বদ্ধমূল হইল। অতএব এই