পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী। م 63 هج মেঘের গতিক না বুঝিয়া গৃহাভিমুখে যাত্রা করিবেন না, স্থির করিয়া, তিনি এক জন ভূতোর দ্বারা সেই বালিক ও শশুটিকে ডাকিয়া পঠাইলেন। বেদেনী নৌকায় ফিরিয়া ইতিমধ্যে তাহার মধুময় চরিত্রের আর একটি পালা অভিনয় করিতেছিল। অনাথনাখ ভানুমতীকে ২ টাকা পুরস্কার দিয়াছেন। আরও কিছু বেশী চাহিতে বেদেনী তাহাকে অপূৰ্ব্ব মুখভঙ্গী করিয়া, এবং তাঁহার কোটরস্থ চক্ষু ঠারিয়া, ইঙ্গিত করিয়াছিল । বালিকা কি যে করুণ স্নেহদৃষ্টিতে অনািথনাথের মুখের দিকে চাহিয়া হাত পাতিয়া রহিয়াছিল, সে ইঙ্গিত লক্ষা করে নষ্ট কিংবা তাহার অর্থ বুঝে নাই। এই অপরাধে নৌকায় ফি রয়া সে অর এক প্রস্থ মার খাইয়াছে । বেদেনী,-“পাড়ামুখি ! দেখিলি না বাবুট বোকা । ॥৪ গণ্ডার জায়গায় ১ টাকা দিল, তাহার উপর আবার ২ টা বস্তুসি। চাহিলে আরও কিছু দিত। বোক না হইলে কি ৰাজি দেখিয়া চখের জল ফেলে ” এই বলিয়া তিনি আবার শ্যা লইলেন। বালিকা চক্ষু মুছিয়া শিশুটির হাত ধরিয়া খাদ্য আনিতে বাজারে যাইতেছিল, এমন সময় ডাক পড়িল । বেদেনীর মেজাজের আগুনে যেন জল পড়িল । সে বুঝিল, বোকা বাবুটির কাছে আরও কিছু পাওয়া যাইবে। তখন সাদরে বালিকাকে বলিল—‘ম ! sোর যা ! আমি বাজার করিতে যাইতেছি, কিন্তু বাৰু হইতে আরও ২ টি টাগ না লইয়া ফিরিদ না । বাৰু বড়লোক ” - বালক বালিকার সজল চক্ষু যেন আনন্দে হাসিল । তাহার झई जtन बांबूब दछ उङ इहेश ॐधाझिग । डैशंद भूथ cए করুণ, ধে দয়া ও যে স্নেহ দেখিয়াছিল, এমন তাহারা দেখে : নাই। এমন গ্রেহপূর্ণ মধুর কথা তাহারা গুনে নাই। তাহার