পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৫৪ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। মাতৃপ্রেমের উচ্ছ্বাসে অনাথনাথের প্রত্নীর নয়ন অশ্র-জলে ছল ছল করিতে লাগিল । অনাথনাথ বলিলেন,—“তুমি মা পদৰলী জান ?” it . উত্তর । জানি । হারমোনিয়মে মধুর পদাবলীর প্রাণদ্রবকর মুর বাজিয়া উঠিল । বালিকা তাহার সঙ্গে কণ্ঠ আরও কোমল আরও করুণ করিয়া, গাইতে লাগিল,— , * স্বর্থের লাগিয়া এ ঘর বাধিকু আগুনে পুড়িয়া গেল । অমিয়া-সাগরে সিলাম করিতে সকলি গরল ভেল । - ইত্যাদি । । এবার অনাখনাথের চক্ষু ছল ছল করিয়া উঠিল । গীত শেষ হইলে তিনি আত্মহারা হইয়; বজরার গবাক্ষপথে অনস্ত সমুদ্রের দিকে চাহিয়া বহিলেন এ গীত যে প্রেমের উচ্ছ্বাস, সে অনস্ত প্ৰেম-সমুদ্র যেন তাহার হৃদয়ে তরঙ্গ তুলিয়া ক্রীড়া করিতেছিল। কিন্তু তাহার সরল পত্নী পদাবলীর এই উচ্চ প্রেমের ভাব গ্রহণ করিতে পারিতেন না। তাহার মাতৃপ্ৰাণে । মাতৃপ্রেমের সরল ভাব প্রীতি প্রদান করিত। তিনি বলিলেন, “ম । তুই গুমা বিষয়ের গান জানিস ?” বালিকা এক একবার র্তাহার মাতৃপ্রেমপুর্ণ মুখের দিকে চাহিয়া, এক একবার সমুদ্রের . দিকে চাহিয়, গাইতে লাগিল,— “মা ! আমি তোর কি করেছি ? শুধু ভোরে জনম ভরে মা বলে মা ! ডেকেছি। চিয়ুজীবন পাষাণীরে । ভাসালি আঁখি-নীরে,