পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২৪ বিরাট । স্থলে । বিরাট । নবীনচন্দ্রের গ্রন্থাবলী। কতই পুতুল হাসিতে হাসিতে,— পুতুল বিরাট-বালা ! এমন সময়ে শিবিরে বিরাট হইলেন উপনীত, ছুটিয়া উত্তর ছল্লি গলায় যেন স্বর্ণ উপবীত । হাসিয়া হাসিয়া কহিলা বিরাট— “এ কৌতুক মন্টু নয়, কুরুক্ষেত্রে এই পুতুলের নাচ।" “দার্শনিক মহাশয় । “ ' না হ’লে বিরাট মূখ হেন কথা কে বলিতে পারে আর f বানরে না বুঝে, রঙ্গরস বিনা নাহি চলে এ সংসার } § বীর-নাচ, আর পুতুলের নাচ, দেখি হাড় জালাতন । বানরের নাচ আজিকার মত দেখিব ভরি নয়ন *-- হাসিঙে হাসিতে , মস্থর গতিতে স্বলোচনা দিলা বার,— ও কেও ? কে ? তুমি ! नन-5डूठेrइ করে দাসী নমস্কার । না দেখি তোমায়, ভেবেছিন্ন মনে 慈