পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

saso নবীনচন্দ্রের গ্রন্থাবলী। উত্তর। পারিব। তুমি ত আর মার খাইবে না। এই মা ষে এমন করিয়া তোমায় আদর করিবে ।” অনাথনাথের শিশুও এমন সময়ে গোপালের পর্শ্বে দাড়াইয়া, বালিকাকে জড়াইয়া ধরিয়া ও সস্নেহে তাহার মুখ পানে চাহিয়া বলিল,—

  • গোপালও যাইবে, আমার সঙ্গে খেলিবে, আমাকে বাজি দেখাইবে। আমিও তোমাকে গোপালের মত আদর করিব। কেমন দিদি ! যাইবে ? বল, যাইবে -

বালিকা তাছাকে বুকে তুলিয়া লইয়া তাহার মুখ বহুবার চুম্বন করিল, এবং তাহার চক্ষের জলে সে ক্ষুদ্র মুখখানি সিক্ত গোলাপ ফুলটির মত করিয়! তুলিল । অনাথনাথের পত্নী আবার বলিলেন,- “সত্যি মা ! তুষ্ট ষাৰি ?” বালিকা অঞ্চলে নয়নের জল মুছিয়া বসিল, “মা”—সেই মা সম্বোধনে সে কি মধুরতা, কি প্রাণের আবেগই ঢালিল । বলিল,-মা ! এমন করুণাসাগর দেবদেবী তুল্য পিতা মাতা পাইব, তাহদের চরণসেবা করিব, অভাগিনীর পক্ষে ততোদিক সৌভাগ্য কি হইতে পারে ? কিন্তু মা, এই অন্ধ পিতার ও পাগলী মাতার উপায় কি হইলে ? তাহাদিগকে এ সাগরে ভাসাইয়া কেমন করিয়া যাইব ?” w অনাথনথ সবিস্ময়ে বলিয়া উঠিলেন,-“কি ! বাজিকর অন্ধ ।” বালিক বলিল, “অন্ধ। অভ্যাসবশত: তিনি এমন কঠিন বাজি সকল এমন স্বচারুরূপে করেন।”

  • m=ømme)="