পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী। ' እግ¢ጓ চতুর্থ অধ্যায়। حسی : umحه রণরঙ্গিণী । দ্বিতীয় প্রহর বেলা । আকাশমণ্ডল ঘনকৃষ্ণ মেঘাচ্ছন্ন । কৃষ্ণ ঘোরতর, উঠিয়েছে সিন্ধুগর্ভ হইতে উত্তাল মেঘের পশ্চাতে মেঘ ; মহাদৈত্য মত, মেঘের পশ্চাতে মেঘ ছুটিতেছে বেগে । মহাকালী প্রকৃতির যেন মহাসেন ছুটিয়াছে মহাহবে প্রচণ্ড বিক্রমে । কি যেন ভীষণ যুদ্ধ বিপ্লব ভীষণ আসন্ন করিতে বিশ্ব দলিত পেষিত । অল্প অল্প বৃষ্টিধারী ; থাকিয়া থাকিয় সবেগে বহিছে বায়ু উড়াইয়। ধারা ; ছুটাইয়া বেগে সিন্ধুগর্ভে ঘোরতর কৃষ্ণমেঘছায়াচ্ছন্ন তরঙ্গের পর ওরঙ্গ বিশালতর লহরে লহরে । স্তম্ভিত প্রকৃতি-বক্ষে কি যেন উচ্ছ্বাস, ঘোর বিশ্বসংহারক হইতে নিৰ্গত - চাহিতেছে মহাবাতে মহা বরিষণে, সিন্ধুর তরঙ্গভঙ্গে, ভীষণ গর্জনে । অমিয়কে কোলে লইয়া অনাথনাথের পত্নী একটি গবাক্ষের কাছে বসিয়া বিস্তৃতনয়নে আকাশের দিকে চাহিয়া আছেন । অনাখনাথও বিস্তৃতনয়নে অধোমুখে গম্ভীরভাবে বজরার বক্ষে