পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৬২ নবানচন্দ্রের গ্রন্থাবলা। কাজ নাই ওঁর দয়ায়। আমরা গরিব মানুষ, গতর থাটাইয়। খাইব । আমার মেয়ে থাকিলে আমি বাজি করিয়া কত টাকা পাইব । আমি লাখ টাকা পাইলেও আমার মেয়ে দিব না - এই বলিয়া সে গাত্ৰেখন করিল। - অনাথনাথ বুঝিলেন, এ সহজ পাত্র নহে? তাহার সঙ্গে শিষ্ট্যলাপে চলিবে না। তখন তিনি চক্ষু রাঙ্গা করিয়া ক্রোধাকুল কণ্ঠে বলিলেন,-“বটে ! তবে আমি তোকে লাখ টাকা খাওয়াইতেছি । তোর মত পাপিষ্ঠার এরূপ কষ্ট কখনও হইতে পারে না । ভানুমতী আমাকে নিজে বলিয়ছে, তাহার পিতা মাতা নাই । আমি তাহাকে জোর করিয়া লইয়া যাইব ।” বেদেনী এতক্ষণে বুঝিল, লোকটা তত বোকা নহে । আরও বুঝিল যে, গতিকটা ভাল নহে। আর ভানুমতীকে তাহার কন্যা বলিগে চলিবে না। তখন সে পটপরিবর্ধন করিা বড়, প্রসন্নমুখে বলিল,-“বাৰু আপনি বড় লোক , আপনি রাগ করবেন না। আসল কথা,-মেয়েটি বড় সুন্দরী দেখিয়া বাজি শিখাইবার জন্যে অনেক টাকা দিয়া এক জন বৈরাগীর কাছ থেকে আমার পূর্ব স্বামী কিনিয়া লইয়াছিল। আমার টাকার কি হইবে ?” - - অ। কত টাকা । বে । ঢের টাকা । अ । कङ ? C& ৫০০ টাকা । অ । বেশ কথা ; আমি, তাহা দিব । বে। তার পর তাহাকে এই ২১ বৎসর খাওয়াইয়াছি,— পরাইয়াছি। আমার সে খরচের টাকা কে দিবে। অনার্থনাথ এবার একটুকু হার্সিলেন ; কারণ, মেয়েটির বন্ধস