পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኣo - ভানুমতী । , ృళి ఆరి ১৫১৬ বৎসরের বেশী হইতে পারে না। তথাপি তিনি বলিলেন,—“আচ্ছা, তাইও আমি দিব ।” - বে। তার পর এই ২ বৎসর তাহাকে বাঞ্জি শিখাইয়াছি। আমার সে টাকা কোথায় পাইব • অনাথনাথ তাহার জন্তেও টীক দিতে স্বীকার করিলেন। বে। তার পর সে আমাদের সঙ্গে থাকিয়া বাজি করিলে— সে আরও ৩০ বৎসম বাজি কkিতে পরিবে,-সে টাকাটা এক বার হিসাব করিয়া দেখ । * অনাথনাথ তাও হিসাব করিয়া দিতে স্বীকৃত হইলেন । বে। তার পর এ সব টাকা আমাকে দিতে হইবে । তাহার উপরে অন্ধকে দয়া করিয়া তুমি যেরূপ বাড়ী ও জায়গা জমী দিবে বলিয়াছ, তাহা তো দিবেই । এক্ষণে এ পাপিষ্ঠীর প্রাপ্য তালিকার শেষ হইল দেখিয়া, জনাথনাথ ইপি ছাড়িয়া বাঁচিলেন। তাহার বক্ষ হইতে একটা গুরুভার নামিয়া গেল ; কারণ তিনি বালিকাকে এই পিশাচীর হস্ত হইতে যেরূপে হউক উদ্ধার করিড়ে কৃতসঙ্কল্প হইয়াছিলেন। এমন সময়ে প্রবলবেগে ঝড় বহিতে আরম্ভ হইল। সঙ্গে সঙ্গে বেগে বৃষ্টি পড়িতে লাগিল । সমুদ্র ও আকাশ ভয়ঙ্কর আকৃতি ধারণ করিল। বজরা উলট পালট হইতে লাগিল। আকাশে বিকটাকার ঘনকৃষ্ণ মেঘখণ্ডের পর ঘনকৃষ্ণ মেঘখণ্ড ভীষণবেগে ছুটিতেছে । মধ্যে মধ্যে মেঘবিচ্ছেদে আকাশ দেখা যাইতেছে। আকাশের সেই নীলকৃষ্ণ বিচিত্র আকৃতি এবং ঝড়ের ঘূর্ণ্যমান-ভাব লক্ষ্য কবিয়া অনাথনাথ বুঝিলেন যে,—একটা শৰণ ঘূৰ্ণবাত্য । { cyclone), যাহা তিনি ২/৩ দিবস যাবৎ আশঙ্কা করিতেছিলেন, । তাহা আগত প্রায় । তিনি ব্যস্ত হইলেন, এবং কাল উপস্থিত কথার একটা স্থিরসিদ্ধাস্ত করিয়া তাহাদিগকে টাক, বাড়ী ও জমি 蠟