পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । ૧૪૭ অভ্ৰ:- কালের অভ্রস্তু গতিতে , ষেন ঘোর ভ্রান্তি হইল সঞ্চার । ঘোর গরঞ্জন, সুরিয়া ঘুরিয়া, ভৈরবৰিক্রমে ঝটিকা ঘূর্ণিত ; বুহিয়া রহিয়া, আসিছে যাইছে, আঘাতে পৃথিবী করিয়া কম্পিত। ভীষ্মণ স্মঘাত সছিতে ন পারি, হইতেছে যেন ঘন ভূকম্পন ; ঘোর হুহুঙ্কার, अछ दूठे भिणि, ধরধ্বংসকারী করিতেছে রণ। ঝড়ের গর্জন, ' ' সিন্ধু-আস্ফালন, কি ঘোর আরাব উঠিছে ভাসি ! যেন ধোবাস্ত্ৰাবী, মহীরেন্দ্রী কালী, নাচিছে তাগুব ঘোর অট্টহাঁসি । ঝলকে ঝলকে, সে ভীষণ হাসি, ঝলসি বিদ্যুতে জলদ-নীলিমা, ভাসে স্তরে স্তরে, ' ' ঘোর কৃষ্ণাকাশে, দেখাইয়া কিবা ধ্বংসমূৰ্ত্তি ভীম । সমুদ্রের গর্ভে উঠিছে জ্বলিয়া । বাড়বাগ্নি মত অনলরাশি ; কুদ্ধ ক্রোধামল, বক্ষ বিদারিয়া, বসুধার যেন উঠিছে ভাসি । সে ভীম আলোকে, । বক্ষে জলধির কি মহাবিপ্লব দেখায় ভীষণ, - পৰ্ব্বত-প্রতিম কি তরঙ্গমালা কংিছে ফেনিল সিন্ধু হিলোড়ন ।