পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“እዋእዔ • নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ঝটিকার সনে । যেন মহসিন্ধু মতিয়াছে মহা প্ৰলয়-আহবে ; ৷ অসংখ্য কামন, বজ্ৰ সংখ্যাতীত, গৰ্জ্জিতেছে যেন অবিরাম রবে । উচ্চ গৃহাবলী, भश् भशौङ्गश्, পড়িছে ভাঙ্গিয়া তৃণমৃষ্টি মত ; ৷ পড়িছে অসংখ্য । রথ রথী যেন, ভৌতিক সংগ্রামে হইয় श्ठ । কোথাও পতিত্ত গৃহ, গৃহস্থিত ‘ * অনলে হঠাৎ উঠিছে জলিয়া; করিছে ঝটিকা, কি কৌতুকক্রীড়া, অগ্নিশিখা মেঘে মেঘে মাখাইয়। ঘন ঘন ঘোর ঝটিক-গর্জন, গুলিধারা মত বৃষ্টিবর্ষিণ ; ঘন ভূকম্পন, মেধ স্তরে স্তরে ঘন ঘন স্থায়ী বিদ্যুৎশ্বরণ মেঘে তরঙ্গিত অগ্নি ঘোরাকাশে, অগ্নি নীলাম্বুধি-গর্ভে তরঙ্গিত; গৃহের পতন, বৃক্ষ-উৎপাটন, ভরব আরবে বিশ্ব বিলোড়িত। ' আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী। কালি কালীপূজা। অনাথনাথের কৰ্ণে ভানুমতীর সেই গীত যেন কি ভীমকণ্ঠে ধ্বনিত হইতে লাগিল – & “কি ভীষণ রণে, দেখ ত্রিভুবনে, নাচে কালী রণরঙ্গিণী।” তাহার বোধ হইল, যেন সেই মহামেঘপ্রভা স্বসিংহারিণী ধ্বংসস্তুপিণী মহাশক্তি স্বষ্টি সংহার কবিয়া তাণ্ডব নৃত্য কবি