পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

· ዓፄ: নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ; বিরাম লইয়া, আবার সমধিক বিক্রমে আঘাতের পর আঘাত করিতেছে । যেনু থাকিয়! থাকিয়া শত সহস্র মন্ত বারণ গৃহের দক্ষিণ দিকে এক সঙ্গে আক্রমণ করিতেছে । ৰাশের নিবিড় দৃঢ় বেড়া ভেদ করিয়া বন্দুকের গুলির মত বৃষ্টির ফোটা তাহাদের গায়ে পড়িতে লাগিল, এবং গৃহ জলপূর্ণ করিয়া ফেলিল । দারুণ শীতে দাতে দ।ত লাগিয়া কঁাপিতে লাগিল । শিশু পুত্রটির জন্তে তিনি বিশেষ চিন্তান্বিত হইলেন । কিন্তু ঘর যেরূপ কঁপিতেছে, তবং প্রত্যেক আঘাতে পড়-পড় হইতেছে, দক্ষিণ দিকে যেন শত সহস্ৰ কামানের গোল বর্ধিত হইতেছে— অনাথনথ আর এ ঘরে থাকা নিরাপদ মনে করিলেন না । কি করিবেন, ভাবিতেছেন, এমন সময়ে অন্ত গৃহস্থিত লোকের আৰ্ত্তনাদ শুনিতে পাইলেন । অন্ত দুই এক খানি ঘর, যাহা এতক্ষণ ঝড়ের সঙ্গে যুদ্ধ করিয়া দাড়াইয়াছিল, তাহাও পড়িয়া গেল। তখনই এই ঘরের লোকও আৰ্ত্তনাদ করিয়া উঠিল,— “ঘর পড়িতেছে, ঘর পড়িতেছে, বাবু ! বাহির হউন !” এবং জনতা পরস্পরকে দলিত করিয়া বাহিরের দিকে ছুটিল । কত লোক পড়িয়া গেল, তাহদের উপঃ দিয়া কত লোক চলিয়া গেল । অনাথনাথ পুত্রটিকে বুকে লইsা ও পত্নীকে বাম করে জড়াইয়া বহির্গত হইলেন; আর তখনই ঝড়ে ২০০ বৃহৎ কাঠের খুঁটি মধ্যভাগে তৃণবৎ ভঙ্গিয়া গৃহখানি ভূতগশায়ী করিল। কয়েক জন ঘর চাপ পড়িয়া মরিল, কয়েক জন মৃত্যুমুখে অৰ্ত্তিনাদ করিতে লাগিল। সে আৰ্ত্তনাদ বড়ে উড়িয়া গেল, কেহ শুনিল না। আর শুনিবেই বা কে । ঝটিকার ও সিন্ধুর মিশ্ৰিত ভৈরব-নিনাঙ্গে পৃথিবী যেন কঁাপিতেছে, বিদীর্ণ হইতেছে। যাহার বাহির হইয়। আসিয়াছে, তাছারাও "হা ঈশ্বর । হা আল্লা - রবে আৰ্ত্তনাদ করিড়েছে। কিন্তু করে আর্বনাদ কে গুনে ? তখন সকলেই আত্ম $