পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4বীনচন্দ্রের গ্রন্থাবলী । چسياS۹ বহুবিস্তীর্ণ শবক্ষেত্রের মধ্যে র্তাহার মত আরও জীবিত লোক আছে। তঁহার সম্মুখে কেহ কেহ আত্মীয়স্বজনের অন্বেষণ করিতেছিল । তাহীদের মুখে শুনিলেন, তাহারাও উহার মত কেহ মহেশখালি, কেহ কুতুবদিয়া, কেহ বহুদূরস্থ অন্যান্য গ্রাম হইতে ভাসিয়া আসিয়াছে। তাহদের মুখেও অদ্ভুত রক্ষার গল্প শুনিলেন । তখন তিনি নীলিমমণ্ডিত শাস্ত প্রভাত-গগনের দিকে ভক্তি-উচ্ছ্বসিতনয়নে চাহিষ বলিলেন,-“রূপালিন্ধে ! বিপদভঞ্জন ! তুমি আমাকে যেরূপে বৃক্ষ করিয়াছ, আমার পত্তিপ্রাণ সরলা পত্নীক্ষে ও অমর স্বকুমার শিষ্ট্র সহ সেই অন}থাকে কি সেরূপ "রক্ষা কর নাই ?” দর দর ধারায় তাহার কপোল রহিয়া অশ্রুধারা পড়িতে লাগিল । তিনি তাহদের অন্বেষণে চলিলে রাত্রিতে যে বীভৎস দৃপ্ত দেখিয়াছিলেন, উঘালোকে যাহা অারও স্ফ টতর হইয়াছিল, এখন দিবালোকে ত’হার ভীষণ ছবি ভীষণভর হইয়া চারি দিকে ভাসিয়া উঠিয়াছে । তিনি দেখিলেন,— মৃত্ত দূৰ্ব যাইতেছে মরনেত্রে দেখা— আসমুদ্র গিরিতল • কপি সন্ধ্যাকালে । ছিল যাহা জনাকীর্ণ পল্লীতে প্রাস্তরে শুামশস্তসমাচ্ছন্ন, ছিল মুশোভিত । পাদপে, পল্পবে, গৃহে, চারু সরোবরে,— রজনী-প্রভাতে এবে- বিস্তীর্ণ শ্মশান । নাহি বাস্-চিহ্ন, নাহি চিহ্ন পাদপের ; যত দুৰ্ব যাইতেছে নরনেত্রে দেথা— শৰাকীর্ণ প্ৰেতভূমি, মহারণভূমি ! শবের পশ্চাতে শব, শবের উপরে !