পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । . چهbوي س সম্মুখে পশ্চাতে শব, দুই পার্শ্বে শৰ । , শরতের শশুক্ষেত্ৰ-শবক্ষেত্র এবেসারি সারি, স্তর স্তরে, শব রাশি রাশি । পশুপক্ষিশব সহ শব’মানবের, কীট পতঙ্গের শন ; শব সংখ্যাতীত শস্তক্ষেত্রে, সক্ষোবরে, প্রাঙ্গণে, প্রান্তরে । ভগ্নগৃহ-চালে শব, শব চাল-তলে, ভূপতিত বৃক্ষগণ শব-সমাৰুতকত শৰ ডালে ডালে, শিকড়ে শিকড়ে । নরনারী ফল যেন, শিশুগণ ফুল, জিড়িত ডালে ডালে বিচিত্র বসন পাদপের, শোচনীয় কালের কেতন । ভাসিতেছে সরোবরে, প্লাবনে পূর্ণিত— শবরাশি অগণিত শৰ অজানিত । শবে ক্ষুদ্র গৃহ গড় হয়েছে পূর্ণিত— নর, ছাগ, গে, মহিষ, পড়ি স্তরে স্তরে! ষেই দীর্ঘ রাজপথ উত্তরে দক্ষিণে গিয়াছে বহিয়া ভেদি এই ধ্বংসভূমি, করি অবরোধ সেষ্ট সমূদ্র-প্লাবন হইয়াছে সমাচ্ছন্ন শৰে অগণিত, জালে যেন মৎস্তগণ। রয়েছে পড়িয়া মহাকালী-কণ্ঠভ্রষ্ট মুণ্ডমালা মত,-- নাহি তিল মাত্র স্থান নিক্ষেপিতে পদ । স্থানে স্থানে কি করুণ দৃশ্ন শোকময় ! কোথাও সস্তান বক্ষে পড়িয়া জননী, মাতৃস্তন শিশুমুথে ; কোথাও পড়িয়া