পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ጫbo8 $ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । শিশু ভ্রাত ভগ্নী দুটি গলায় গলায় ! গলায় গলায়, বুকে বুক, মুখে মুখ, পড়িয়া কোথাও পতিপত্নী প্রেমময়ী ; কোথা পুত্র, পৃষ্ঠে বৃদ্ধ জনকজননী ! কটসহ দৃঢ়াবদ্ধ পত্নী সহ পড়ি * কোথাও শোকের ছবি প্রণয়ি-যুগল । হায় ! হতভাগ্য যুবা বচাইতে প্রাণ প্ৰেয়সীর, এইরূপে আপনার প্রাণ করিয়াছে বিসর্জন ! আমিন্দ্যমুন্দর * ধোবনের প্রস্ফুটিত রূপ মনোহর এখনো মৃত্যুর ছায়া করে নি হরণ । প্রেম-আলিঙ্গনে যেন রয়েছ নিদ্রিত যৌবনের স্থ-স্বপ্নে, হৃদয়ে হৃদয়, মুখে মুখ, বেষ্ট গ্রীব দুই ভূজঙ্গতা ! রমণীর কর্দমাক্ত দীর্ঘ কেশরাশি আবরিয়া উভয়ের উরস বদন, করিতেছে হায়! যেন লজ্জানিবারণ। কোথাও মুমু জীব মৃত্যুযন্ত্রণায়, লবণাক্তৰলপানে ঘোর পিপাসায় कदि८७८झ छद्देश्हे ! भूुभू:थ ६१६ পতি, পত্নী, পুত্র তরে করে হাহাকার । কোথাও বা নরনারী প্রেমমূৰ্ত্তি মত নগ্ন, কর্দমাক্ত, শির জামু-মধ্যে রাখি । রয়েছে বলিয়া স্তন্ধ, যেন বজ্রহিত । . কালের কি কুঞ্জক্ষেত্র নয়ন নিমেষে হইগছে সংঘটিত, নব চিন্তাতীত ! .