পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

༣༢ཅརྩ་ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। সেই মধুর গাম্ভীৰ্য্যময় রমণীকণ্ঠ শুনিতে লাগিলেন। সম্মুখে বেদের ক্ষুদ্র পট-গৃহের মত একটি কি যেন দেখিতে পাইলেন। বুঝিলেন, কটকার পর কেহ এই ক্ষীণ ক্ষুদ্র আশ্রয় নিৰ্ম্মাণ করিয়াছে। উহার ক্রমে বোধ হইল, সেখান হইতে সেই গীতধ্বনি উত্থিত হইতেছে। তিনি উর্দ্ধশ্বাসে তদভিমুখে অগ্রসর হইলেন। মস্টম অধ্যায়। ممم معنی= 9 ملی-م۔ ভগবতী । আশায়, আনন্দে, সেই আনন্দশ-মিশ্রিত উৎসাহে, তাহার হৃদয়ে কি এক নব বলের সঞ্চার হইয়াছে। নিকটবৰ্ত্ত হইলে, কণ্ঠ ষে ভানুমতীর, সে যে গীত গাহিতেছে, তাহার আর সন্দেহ রহিল না । স্বনাথনাথ দেখিলেন, প্লাবনের ভাসা কাপড় ও যষ্টি কুড়াইয়। বালিকা একটি ক্ষুদ্র আশ্রয় নিৰ্ম্মাণ করিয়া তাহার অভ্যস্তরে বসিয়া শাস্ত, বিষন্ন, গম্ভীর, উদাস কণ্ঠে দিয়ণ্ডল কি এক গম্ভীর্য্যে পূর্ণ করিয়া গাইতেছে— দুষ্ট কয় লয়, "ছুই বরাভয়, লয় বিনা স্বষ্টি স্থিতি নাহি হয়, সদা শিব উৰ্দ্ধগ্রীর, দেখ ধ্বংস-মূলে স্থির আপনি। এই মহা ধ্বংসক্ষেত্রই ধ্বংসকারিণীর ধ্বংসমূৰ্ত্তির প্রকৃত ব্যাখ্যার স্থল ৷ গীত শুনিয়া অনাথনাথের হৃদয় ভক্তিতে অচল হইল । গীত ক্রমে বন্ধ হইল। ক্রমে সমুদ্র-নিনাদে সেই স্বরলহরী মিশিয়া