পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । }*b*> গেল। কিছু ক্ষণ রমণী নীরব ; অনাখনাথ চৈতন্তহীন জড়মূৰ্ত্তিবৎ দাড়াইয়া রছিলেন। • . “ই দিদি । আমাদের বাড়ীতে যে কালী পূজা হইয়া থাকে, তুমি তাহারই গীত গাইতৈছ ? ন! !” বালিক তাহার মুখচুম্বন করিয়া বলিল, “ই ভাই ! এ তাহারই গীত ।” . p *কাল ষে এ'ঝড় হইল, এত মানুষ মরিল, এ কি সব তিনিই করিলেন ?” r “ই ভাই ! এ সকল তঁহারই লীলা । শিশু একটু ক্ষীণ দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিল, “তুমি আর একটি গীত গা ও ! তোমার গান আমার কড় ভাল লাগে।” বালিকা আবার সাদরে তাহার মুখচুম্বন করিয়া আর একটি গান আরম্ভ কপিল । আবার সেই শব-সমাচ্ছন্ন বেলাভূমি, সেই সন্ধ্যারাগরঞ্জিত সমুদ্রগর্ভ ও মুনীল আকাশ ছাইয়। সেই করুণ মধুর কণ্ঠ ফুটিল, উঠিল, মিশাইল । সেই স্থধাময়ী বীণা নীরব হইলে কেবল সিন্ধুনিনাদমাত্র গুনা যাইতেছিল আর সকলই নীরব। অনাথনাথ বুঝিলেন, দ্বিতীয় শিশু কণ্ঠ তাঁহারই পুত্র অমিয়ের। তবে অমিয়ও রক্ষা পাইয়াছে । তিনি জানু পাতিয়া ভূতলে প্রণত হইয়া গলদশ্র-নয়নে বলিলেন,- “তোর কি অপূৰ্ব্ব লীলা ! তোর যেই ধ্বংস ক্রীড়ায় মহামহীরূহ ও শৈলশৃঙ্গ পৰ্য্যন্ত উৎপাটিত হইয়াছে, সেই ঝড়ে তুই এই ক্ষুদ্র শিশুকে রক্ষা করিয়াছিল! দয়াময়ী মা !” অনাখনাথ কিছুক্ষণ.এইরূপে জননীর চরণে আপনার হৃদয়ের তরল ভক্তিধারা বর্ষণ করিয়া উঠিলেন, এবং তিনি এ সময়ে তাহীদের সম্মুখে যাইবেন কি না, তাহা ভাবিতে লাগিলেন।— শিশুর ক্ষীশঙ্কণ্ঠে বুঝিলেন, সে নিতান্ত দুৰ্ব্বল হইয়া