পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৯৬ নবীনচন্দ্রের গ্রন্থাবল । গীত ধীরে ধীরে সমাপ্ত হহল । বালিকা নীরব হইলেও শিশু कौन-औपडद्र कté क्रूज श८ङ क्रूज उनि ब्रि शैट्द्र शैय्द গায়িতে লাগিল। তাহার নয়ন মুদ্রিত, যুখ শান্ত,—প্রস্ফুটিত কুমুমনিভ শোভা পাইতেছিল । ক্ষীণ-ক্ষীণতর কণ্ঠে গীত শেষ হইল। তালি বন্ধ হইল । হাত শ্লথ হইয়া পড়িল । শিশু নীরব হইল ; সে তাহার মাতার কোলে, সেই প্রেমময়ের পদতলে, চলিয়া গেল ! বালিকা ডাকিল,—“দাদা । দাদা !” উত্তর পাইল না। অনাথনাথ ডাকিলেন,—“বাৰ ! বাবা ” উত্তর পাইলেন না । শিশু তা হার মাতার কোলে, সেই প্রেমময়ের পদতলে, চলিয়া গেল। অনাথনাথ ভূতলে মূৰ্ছিত হইয়। পড়িলেন । সন্ধ্যার ছায়া ক্রমে গাঢ়-গাঢ়তর হইয়া এই পবিত্র দৃপ্ত ঢাকিয় ফেলিল । নবম অধ্যায়। حبسباسم في جسمسم r > মহাশক্তি । | অমাবস্তার ঘোরা কৃষ্ণ মহানিশি প্রভাত হইতেছে। জননী প্রকৃত নৃমুণ্ডমালিনী সাজিয়া এ মহানিশিতে এ অঞ্চলে পূজা গ্রহণ করিয়াছেন। এমন প্রকৃত পূজা স্থষ্টিসংহারকারিণীর বুঝি আর কখনও হয় নাই। শ্মশানবাসিনীর পূজার রাত্রিতে এমন প্রকৃত মহাশ্মশান বুঝি আর কখন সজ্জিত হয় নাই। সমস্ত বঙ্গদেশ সারারাত্রি উৎসবক্ষেত্ৰ—আর এ অঞ্চল মহাশ্মশান । আনন্দআলোকের পার্শ্বে এরূপে নিরানদের ছায়া ধরিয়া, হায় মা ! তুই