পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী 1. د ۰نه উত্তরে ধূসর সিন্ধু শোভা সুবিস্তৃত সুপবিত্র পদমূলে চন্দ্রশেখরের ; নীলাকাশে মুশোভিত মেঘমালা মড়, গিরিশ্রেণী তরঙ্গিতু শোভে চিত্রাঙ্কিত । • পূৰ্ব্বে শাখা সিন্ধু ; শ্বেতভুজ বিশাল প্রসারি প্রয়োধি যেন রয়েছে প্রণত আলিঙ্গি আদিনাথের পবিত্র চরণ । শোভিতেছে পূৰ্ব্বতীরে সমুদ্রশাখায় চট্টলের গিরিশ্রেণী অনন্ত শৃঙ্খলে ই মুধার বক্ষে শ্রাম মরকত-মাল । ভসিতেছে আদিনাথ গর্ভে জলধির কি মুন্দর –সিন্ধুগর্ভে ষেন নারায়ণ । বালিকার বোধ হইল, তাহার সম্মুখে সেই যোগস্থ নাৰায়ণ । চাৰি দিকের এই মহাবৃত সেই ঝটিকার পরে অপরাহ্-রবিশ্বরে কি গাম্ভীৰ্য্যপূর্ণ শান্তমূৰ্ত্তিতে বিরাজ করিতেছে । স্থান কাল, তাহার হৃদয়ের অবস্থা, সম্মুখস্থ মহাযোগী,-তাহার ক্ষুদ্র হৃদয় ভক্তিতে পরিপূরিত হইল। সমাধিশেষে ষোগিবর নয়ন উন্মীলন করিলে, বালিকা তাহার পৃষ্ঠস্থিত শিশুশব তাহার চরণতলে । সুপ্রিয় সাষ্ট্রাঙ্গে প্রণাম করিল। সন্ন্যাসী কোমল সমেহকণ্ঠে জিজ্ঞাসা করিলেন—“মা ! তুমি কে ?” ভ। আমি গেীরদাসের শিষ্য-কস্ত । স। তুমি এখানে কেন আসিয়াছ । ভ। পুরী বৰাজি এ সময়ে এখানে আসিতে গুরুদেবের কাছে প্রতিশ্রুত ছিলেন । - স। শঙ্কর পুরীর মৃত্যু হইয়াছে বহু বৎসর। 1ఖీసి