পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । جده موالا ভা। তাহার মত মহাযোগীর মৃত্যু নাই। তিনি কলেবর পরিবর্জন করিয়া থাকিবেন । . .. স। তুমি মা ! কি তাহা বিশ্বাস কর ? ' ভা । করি । א - সন্ন্যাসী ঈষৎ হাসিলেন। .স । কেন কর ? ভা । গুরুবাক্য কর্ণে শুনিয়াছি—আত্মা দেহ হইতে ভিন্ন । দেহ মৃত্যুর অধীন। আত্মা অমর। চক্ষে দেখিয়াছি, শত শত মৃত জীব পড়িয়া রহিয়াছে। তাহদের দেহ যেরূপ ছিল, সেই রূপই আছে। অতএব দেহ হইতে স্বতন্ত্র কিছু একটা ছিল, তাহ চলিয়া গিয়াছে। সে’ষদি এ দেহ গ্রহণ করিতে পারিয়াছিল, অন্ত দেহ গ্রহণ করিতে পারিবে না কেন ? সন্ন্যাসী বালিকার তেজস্বিনী বুদ্ধিতে প্রত হইয়া আবার একটু সস্নেহ হাসি হাসিলেন। যেন তুষারাবৃত হিমালয়গুঙ্গে দ্বিতীয়ার চন্দ্রালোক একটু দেখা দিয়া আবার লুকাইল । স। তুমি আমার কাছে কি চাও? ভা । এই শিপ্তর প্রাণভিক্ষ । স। মু | মানুষ মরিলে কি আবার বাচিতে পারে ? ভা। আমি কিরূপে মরিয়া ৰাচিয়ছিলাম । পুরী বাবাজির kবচাইবার শক্তি আছে। স অবস্থাবিশেষে জলমগ্ন জীবকে পুনর্জীবিত করা যাইতে পারে। তাহতেই বোধ হয় শঙ্কর পুরী তোমাকে পুনৰ্জ্জীবিত করিতে পারিয়াছিলেন। ইহার সে অবস্থা নহে। ভা । মহে কেন ? • न । देशद्र यूङ्का छरण छूदिब्र एब बाहे । क्रिश्रवठः, “हे শিশু যোগভ্রষ্ট। ইহার কিঞ্চিৎ কৰ্ম্মফল ভোগ করিবার ছিল