পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । : باطله e یا সে তাহা ভোগ করিয়া জীবন্মুক্ত হইয়া চলিয়া গিয়াছে। বৎসে । এই সমুদ্রের স্রোতে একুখানি ভগ্ন যান ভাসিয়া যাইতেছে দেখিতেছ? উহ। যতক্ষণ ম্রোতে আকর্ষণে থাকিবে, ততক্ষণ ভাসিবে। মানুধের আত্মাও যতক্ষণ এই পার্থিব কামন-স্রোতের অাকর্ষণে থাকে, ততক্ষণ এই পৃথিবীতে তাহার পুনর্জন্ম হয়। এই স্রোতের অতীত হইলে আর হয়না। তোমার এ জগতে কৰ্ম্ম আছে। তোমার দ্বারা কোনও মহৎ কৰ্ম্ম সাধিত হইবে বলিয়া তোমাকে পুরী গোস্বামী পুনৰ্জ্জীবিত করিয়াছিলেন। এই শিশু পুনৰ্জ্জীবিত হইলে তাহার পক্ষে অধোগতি হইবে, এবং সেই কৰ্ম্মেও বিন্ধ श्रेंद्रद । ভা ! আমি অনাথ ভিখারিণী, বেদের মেয়ে । আমার দ্বারা বাবা ! কি মহৎ কৰ্ম্ম সাধিত হইতে পারে ? - স। সনাতনধৰ্ম্মরক্ষা। যিনি ধৰ্ম্মরক্ষার্ধ যুগে যুগে রাম, কৃষ্ণ, বুদ্ধ, শ্ৰীকৃষ্ণ চৈতন্ত রূপে অবতীর্ণ হইয়াছেন, তুমি তাঁহারই ক্ষুদ্রাংশ । মা ! এই চট্টগ্রাম বড় পুণ্যভূমি। এই আদিনাথ, আর ঐ স্বৰূরে মেঘের গায়ে চন্দ্রনাথ দৰ্শন কর। জগতের কোথাও এক স্থানে এত তীর্থ নাই। কিন্তু এই পবিত্র তীর্থ সকলের কি দুরবস্থাই হইয়াছে। যে আসনে পূজ্যপাদ ৮ গোমতীবন ও রন্ধুবনের মত মহাযোগী বসিয়াছিলেন, আজ তাহাতে কি মোহন্তরাই , বসিয়াছে । ইহাবা ত.মোহন্ত নহে মোহান্ধ! ৮ গোমতীবন ও রত্নবনের বাৎসরিক ব্যক্তিগত ব্যয় ছিল ৪৯২ টাকা । তীর্থের প্রায় সমস্ত আয় দেব ও অতিথি সন্ন্যাসীর সেবায় ব্যস্থিত হইত। তাহারা স্বয়ম্ভুনাথের মন্দির-সমীপবৰ্ত্ত আস্তানে কৌপৗনমাত্রপরিহিত হইয়। ভস্মাচ্ছতিকলেবরে সমাধিস্থ অবস্থায় অহৰ্নিশি অতিবাহিত করিতেন। ঋত্রিগণার্তাহাজের চরণে প্রণত হইয় দেবসেবার্থ যথা ইচ্ছ। প্রণামী প্রধান করিয়া এবং পদধূলি গ্রহণ করিয়া