পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । , ۹ م سواد করিলেন”—বলিয়া' সমস্ত দেশ চীৎকার করিয়া উঠিবে। র্তাহাদের এই আশঙ্ক অমূলক্ষ। সমস্ত দেশ" বরং তাহদের কাছে কুতুজ্ঞতা প্রকাশ করবে। চীৎকার করিবে কেবল মুষ্টিমেয় লোক। ইহাদের অধিকাংশই মোহস্তুদের উচ্ছিষ্টভোজী। কেবল কয়েক জন মাত্র আশঙ্কা করেন যে, ইংরাজ রাজাকে তীর্থে হস্তক্ষেপ করিতে দিলে তীর্থবিত্ত যাহা এখন মোহন্তর। ভোগবিলাসে ও পাপকার্য্যে ব্যয়িত করিতেছে, তাহ রাজকোষে যাইবে। ইহারা ইংরাজ রাজপুরুষদের সাধু উদেণ্ডে প্রায় সকল বিষয়েই অল্পাধিক বিশ্বাসহীন । কিন্তু তাহার স্বতঃপ্রবৃত্ত হইয়া তীর্থগুলির রক্ষা না করিলে দুরাচার মোহন্তদের প্রতিকূলে অভিষোগ উপস্থিত করিবে কে ? এ দরিদ্র দেশে যাহারা ধনী, তাহারা সকলেই উপাধিধ্যাধিগ্রস্ত । ইহাদের এখন ধৰ্ম্ম— উপাধি, অর্থ-উপাধি, কাম-উপাধি, মোক্ষ-উপাধি ! অন্ত দিকে দেবতার কৃপায় মোহন্তদের প্রভূত অর্থবল। ইহাদের সঙ্গে বিবাদ করিয়া কে সৰ্ব্বস্বাস্ত হইবে? মোহন্তর বিলাত পর্যন্ত না লড়িয়া ছাড়িবে না। ২• ৰৎসরেও এই বিবাদ বিচারালয়ে শেষ হইবে না । ইতিমধ্যে বিবাদী মোহস্ত সমস্ত cদধবিত্তের ধ্বংস করিয়া মরিয়া ষাইতে পারে । তা হা হইলে এই বিবাদে ৬ার্থের কোন উপকার হইবে না। কেবল অভিষোগকরীর সম্বনাশ । যদি এই হিমালয়ুস্বরূপ অন্তরায় না মানিয়া কেং সৰ্ব্বস্ব পণ করিয়া অভিযোগ করিতে অগ্রসর হয়, তখন দ্বিতীয় অস্তুরায় উপস্থিত হয়। রাজপুরুষের পূৰ্ব্বে সমাজের নেতাদের সঙ্গে পরামর্শ করিয়া কাৰ্য্য করিতেন । এখন আর তাহা করেন না। সুতরাং ক্রমে নেতৃগণ এই কারণে নেতৃত্ব হারাইতেছেন, দেশ নেতৃহীন হইতেছে, সাম্রাজ্যের একটি প্রধান স্তম্ভ ভাঙ্গিয়া পড়িতেছে। নেতার স্থানে এখন চাটুকারের '