পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । ১৮৯৯ দশম অধ্যায় । جسم صلى الله عليه وسلم سب۔ ঝড়ের ও সমুদ্রপ্লাবনের ভীষণ সংবাদ প্রথমতঃ জনকুবের ক্ষীণকণ্ঠে, পরে এ অঞ্চলস্থ কৰ্ম্মচারীদের পত্রে ঘোরারাবে চট্টগ্রাম নগরে উপস্থিত হয়, এবং দেশ ব্যাপিয়া হাহাকারধ্বনি প্রতিধ্বনিত হইতে থাকে। উত্তরে কুমির হইতে দক্ষিণে কক্সবাজার, অমুমান ৩৫ ক্রোশ, এবং পশ্চিমে সমুদ্রতট হইতে পূৰ্ব্বে দক্ষিণ লুসাই পৰ্ব্বতশ্রেণী পৰ্যন্ত, অনুমান ৪• ক্রোশ পরিসর স্থানে, বৃক্ষ ও গৃহাদি ধরাশয়ী হইয়াছে। অনুমান দশ লক্ষ লোক ७त्यकाद्र शृश्शैन হইয়ছে, এবং সহস্ৰ সহস্ৰ লোক গৃহপিষ্ট হইয়া ও বৃক্ষচাপ পড়িয়া প্রাণত্যাগ করিয়াছে। শত্রুসৈন্তের দ্বারা আক্রান্ত হইয়া, কামানের অজস্র বজ্ৰবৰ্ষণে নগর স্বেরূপ বিধ্বস্ত হয়, চট্টগ্রাম নগর সেইরূপ শোচনীৰ অবস্থাপন্ন হইয়াছে। নগরে পর্ণগৃহমাত্ৰ নাই, শৈলশেখরস্থ লঙ্কলিন সকল ভগ্নাঙ্গ ও ক্রহীন বৃক্ষাদি পড়িয়া রাজপথ সকল বন্ধ হইয়া গিয়াছে। মহামহীরুহ সকল পৰ্যন্ত সমূলে উৎপাটিত ও স্থানান্তরিত হইয়াছে। কর্ণফুলিঙ্ক অর্ণবধান সকল বিধ্বস্ত বা জলমগ্ন হইয়াছে। জয়েন্ট মজিষ্ট্রেট কিলিমের নগর পরিষ্কার করিয়াছিলেন, এবং বিপন্নদের সাহায্যের জন্তে যেরূপ পরিশ্রম করিয়াছিলেন ও সদাশয়ত দেখাইয়াছিলেন, চট্টগ্রামবাসী তাহ শীঘ্র ভুলিবেন না । Κή অনাখনাথের বাটীতে এ ভীষণ সংবাদ পন্থছিলে, তাহার লোকৰন বাস্থ্যবাদ ও শিবিরগইয়া উহার আম্বেনে জলপথে টল। তাহার জমিদার স্বীপ রূপ মহাশানে শিবিরস্থাপন করিয়া তিনি কয়েক দিন ধৰং ধ্বংসাবশিষ্ট প্রজাদের প্রাণপণে সাহায্য করিতেছেন। তাহার পত্নীর ও বেলেদের বহু অনুসন্ধান