পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । ই ه الامالا করিয়াছেন, কোনও সংবাদ পান নাই। পত্নীপুত্রসৰ্ব্বস্ব অনাথনাথের হৃদয় ভাঙ্গিয়া গিয়াছে কিন্তু সেই ভগ্ন স্বয় লইয়া, আত্মশোক ভুলিয়, প্রজাদের ভগ্নহৃদয়ে শক্তি ও শাস্তির সঞ্চার কবিতেছেন। শোকার্তের অশ্রু মুছাইতেছেন, ক্ষুধার্তের ও তৃষ্ণাতুরের অন্নজলের ব্যবস্থা করিতেছেন। প্রত্যহ গবমেন্টের পক্ষ ও তাহার পক্ষ হইতে খাপ্ত ও জল আসিতেছে ; কারণ, সমুদ্রপ্লাবনে সমস্ত সরোবর ও দীর্ঘিকা লবণাক্ত ও মৃত গলিত শবে দূষিত হইয়াছে। স্থানে স্থানে কুপ খনন করা হইতেছে। সৰ্ব্বাপক্ষ দুরূহ কাৰ্য্য শবের সৎকার । শত শত সহস্ৰ সহস্ৰ নর-পশুপক্ষি শবে দ্বীপাবলী ও সমুদ্রতটস্থ গ্রামসমূহ সমাচ্ছন্ন। শৃগাল, কুকুর, গৃধিনী, কিছুই জীবিত নাই। মৃতদেহ সকল এরূপ লবণাক্ত হইয়াছে যে, তাহ অতি ধীরে ধীরে পচিতেছে এবং অসহনীয় দুর্গন্ধ বিকীর্ণ করিতেছে। প্রকাও প্রকাগু গৰ্ত্ত করিয়া এই শবরাশি পুতিস্থা ফেলিতে হইতেছে। র্তাহাকে চিরস্মরণীয় একজন ইরাজ রাজপুরুষকে এই ভীষণ কাৰ্য্য স্বহস্তে সম্পাদন করিতে হইতেছে। কারণ, যে সকল লোক ঝটিকাপ্লাবনে রক্ষা পাইয়াছে, তাহার এরূপ হতসাহস, কৰ্ত্তব্যজ্ঞানহীন ও অকৰ্ম্মণ্য হইয়া পড়িয়াছে যে, তাহদের দ্বারা কোনও কাৰ্য্যই হইতেছে না । এই পুণ্যব্রতে ভানুমতীই অনাথনাথের একমাত্র সহায় ও শান্তি। সমস্ত দিবস বালিকাৰে লইয়া সৰ্ব্বস্বাস্ত দুৰ্ব্বল প্রজাদের সেবা গুঞ্জয়া করেন, এবং সবল প্রজাদের দ্বারা কুপখনন ও জমিদারি-রক্ষার্থ সমুদ্রতীরস্থ ভগ্ন বাধের ও প্রজাদের গৃহের সংস্কার করেন, এবং রাত্রিতে নির্জন শিবিরে বালিকার মুখ দেখিয়া, তাহাকে বুকে লইয়া, পত্নী পুত্রের শোক নিবারণ করেন। ডিক্সন সাহেব (Cixon) পৰ্য্যস্ত বালিকার শক্তি, বুদ্ধি সও হৃদয়ত দেখিয়া বিক্ষিত হইয়াছেন। তিনিওতাহাকে অত্যন্ত \,