পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । א: ל"לג করিতেছেন । ইগর ঘূণ নাই, দুর্গন্ধজ্ঞান, নাই, ক্ষুধা নাই, পিপাসা নাই, মুখে চিরশস্তি, চিরপ্রসন্নত। ঐ দেখ, পাছকশূন্তপদে বদমে গড়াইয়া, আস্তিন গুটাইয়, তিনি কখন বা স্বহস্তে মৃত্তিক খনন করিতেছেন, কখন বা গলিত শবদেহ নিজে টানিয়ু গৰ্ত্তে ফেরি ড়েছেন । র্তাহার এই অক্ষয়কীৰ্ত্তি এ দেশে প্রবাদের মত প্রচলিত থাকিবে, এবং আবহমানকাল এ অঞ্চলের লোকে তাহকে দেবতার মত পূজা করিবে। ভা। বাবা ! ইনি কি মানুষ ? অ। মানুষ । তবে আমাদের মত মানুষ মহেন। ই হার কাৰ্য্য দেখিয়া আমি এত দিনে বুঝিয়াছি, ইংরাজ কেন রাজা, আমরা কেন তঁহীর প্রজা। এত দিনে বুঝিয়াছি, ইংরাজ কি শক্তিবলে এরূপ বিস্তীর্ণ রাজ্য স্থাপন করিয়াছেন যে, তাহার রাজ্যে স্থৰ্য্য কখনও অস্তমিত হয় না। ইহার এক অংশে "সন্ধ্য, অন্ত অংশে প্রভা ; এক অংশে নিশীথসময়, অন্তাংশে মধ্যস্থ ; এমন কৰ্ম্মবীর আর এ জগতে নাই । ইহার পর এলেন সাহেব ( c. G, H. Allen ) আসিয়াছিলেন । তিনি বন্দোবস্তির ভার প্রাপ্ত হইয় দশ বৎসর এ অঞ্চলে আছেন, এবং আবালবৃদ্ধ সকলের কাছে পরিচিত। তিনি যেমন তীক্ষবুদ্ধি, কৰ্ম্মপটু, তেমনি সহৃদয় । এ দেশের নওয়াবীদ বন্দোবস্তি কর্ষ্যের মত বিরক্তিকর ও অপ্রিয় কাৰ্য বুঝি আর নাই। কিন্তু কেহ তাহাকে কখনও বিরক্ত হইতে দেখে নাই, কখনও মুখে রুক্ষ্মভােব গুনে নাই। কেবল মাত্র প্রিয় ব্যবহারে তিনি সকলের নিকট প্রিয়। এ অঞ্চলের অনেক তালুকদার ওঁ প্রজাকে তিনি চেনেন। এক এক জন তালুকদারের শুষ্ঠ ভিটা ও বহু পরিবার সহ ধ্বংসের কথা গুনিয়া অশ্রুপত সরিয়াছেন। শুনিয়াছি, তাঁহারই প্রস্তাবে ও কলিয়ার সাহেবের পৃষ্ঠপোষকতায় গবমেণ্ট কুর্ভিক্ষের দান