পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ভানুমতী । ^tుక "రి ভাণ্ডার হইতে ৫০,০০০ টাকা প্রজাদের সাহায্যাৰ্থ দিয়াছেন ঃ সমুদ্রতীরস্থ বধ বধিবার জন্ত এবং কৃষকদের হাল গরু কিনিবার জন্য ১,৫০,০০০ টাকা ঋণ, দিতেছেন, এবং এ অঞ্চলের ইই বৎসরের খাসমহলের রাজস্ব—লক্ষাধিক টাকা রেহাই দিতে প্রতিশ্রত হইয়াছেন । যে প্রণালীতে এ অঞ্চলের প্রজাদের সাহায্য করা হইতেছে, শুনিয়াছি, তাহার উদ্ভাবকও এলেন সাহেব । ইহার পর আমাদের প্রিয়ভাষী কালেক্টর সাহেব আসিয়া প্রজাদিগকে স্বহস্তে ঋণ দিয়াছেন ও তাহদের বিপদে সহানুভূতি দেখাইয় তাহদের অশ্বন্ত করিয়াছেন। এমন সময়ে আর এক জন সাহেব আসিলেন, এবং অনাথনাথের সঙ্গে অভিবাদন বনিময়ের পর তােহর পশ্বাস্থত একখানি চেয়ারে বসিয়া বন্সিলেন,—*একটি লোক কতকগুলি পুরাতন কাপড় ও পয়সা স্থানে স্থানে বস্তাবিধ্বস্ত লোকদিগকে বিলাইতেছে। সে বলিল, সে ব্রাহ্ম।” অ । সম্ভব । ব্রাহ্মসমাজ একদিন দেশরক্ষা করিয়াছে } পূজ্যপাদ ৮রামমোহন রায়ের অভু্যত্থান না হইলে, এতদিন অৰ্দ্ধেক হিন্দু খৃষ্টান কি মুসলমান হইত। এখনও ব্রাহ্মসমাজে বহু পূজনীয় ব্যক্তি আছেন । # সাহেব। আচ্ছ বাৰু! ব্রাহ্ম ধৰ্ম্মে ও হিন্দু ধৰ্ম্মে বিভেদ কি ? জ। কিছুই না। হিন্দু ধর্শ্বের উচ্চতম শাখাই ব্রাহ্মধৰ্ম্ম । তবে ব্রাহ্মরা এক লাফে সে শাখায় উঠতে চাহেন। অষ্টমবর্ষীয় শিশুও একবার নয়ন মুদ্রিত করিয়া একমেবাদ্বিতীয়ং বলিলেই ব্রাহ্ম হইল। হিন্দুরা বলে, গোড়া বাহিয়া বৃক্ষের আগায় উঠতে হইবে , . সাহেব ! হিন্দুরা কি পৌত্তলিক নহে ? অ ! না। পৌত্তলিক শব্দ হিন্দুদের অভিধানে কি ভাষায়ু