পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.tళఎ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । অ। পরাধীন দেশে ভাগ ৰৈ কি ? আপনার স্বাধীন, পরাধীনের হুঃখ বুঝি:1ন না। পরাধীন পুরুষ শত লাঞ্ছনা নীরবে সহিতে পারে, কিন্তু পত্নীর লাঞ্ছনা পশু পক্ষীও সহিতে পারে না । ভারত যে দিন হইতে পরাধীন হইয়াছে, সে দিন হইতে হিন্দুদের মধ্যে এই অবরোধ প্রথা প্রচলিত হইয়াছে। মহারাষ্ট্রপ্রদেশ তাহার সাক্ষী । 4. - সা। কিন্তু ইহারই কারণ আমরা আপনাদের সঙ্গে মিশিতে পারি না । . অ। হিন্দু মুসলমান উভয়ের মধ্যে এই অবরোধ- প্রথা আছে । আছে। কিন্তু তাই বলিয়া কি হিন্দু মুসলমান মেশ মিশি করিতেছে না ? বিশেষতঃ, এই দেশের Lলাক দরিদ্র । ত;হাঃ। তাহাদের স্ত্রীদগকে ইংরাজি শিখাইবে, গাউন পরাইবে, উচু তাহদের সাধ্যাতীত । আপনারা কি আপনাদের মহিলারা কখনও বাঙ্গালা কি দেশীয় ভাষা শিখিবেন না । সামান্ত শাড়ীপরা স্ত্রীলোক দেখিলে, নাক সিটুকইবেন। এরূপ অবস্থায় অবরোধপ্রথা উঠাই দিলে উভয় জাতির সম্মিলনের কি সাহায্য হুইবে ? ভারতীয় সম্প্রদায়ুবিশেষ ত উহা উঠাই দিয়াছেন ; সম্যকৃরূপে আপনাদের সভ্যতা অবলম্বন করিয়াছেন। কিন্তু কই, তাহদের সঙ্গে আপনাদের কি খুব মেশ মিশি আছে ? বরং আপনাথ তাহদের জাতিভ্রষ্ট (out caste ) বলিয়া "মবজ্ঞা করেন ন} { 媒体 擎 肇 嫩

獵 崇 肇 嫌 岑 鷲 條 彎 懶 馨 藝 籌 স। আর শিক্ষাপ্রণালী ।