পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3tూషి8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । দিলে আমাদের দেশের লোকেও, শী হউক, বিলম্বে হউক, বুঝিবে। * সাহেব একটি দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া উঠিলেন এবং অনাথনাথের করমর্দন করিয়া বিদায় লইয়া বুলিলেন, "অনাথবাবু! বলা বাহুল্য, আপনার সঙ্গে আমি সকল বিষয়ে একমত হইতে পারি নাই । তবে ইং মুক্তকণ্ঠে বলিতে পারি যে, অনেক বিষয় আমি বুঝিলাম, এবং চিন্তু করিং। দেখিবার অনেক বিসয় পাইলাম। ইহার জন্যে আপনি আমার ধন্তবাদ গ্রহণ করুন।” একাদশ অধ্যায় । അ . അ t; মহামুনি । দেখিতে দেখিতে শীত কাটিয়া গেল। বহু সহস্র টাকা ব্যয় করিয়} এবং অবিশ্রাম পরিশ্রম করিয়া অনাথনাথ হতবিশিষ্ট প্রজাদিগের জীবনরক্ষা করিয়াছেন; পাৰ্ব্বত্য-অঞ্চল হইতে গৃহনিৰ্ম্মাণের উপকরণ আনাইয়া তাহদের গৃহ নিৰ্ম্মিত করিয়া দিয়াছেন ; প্লাবনবিধ্বস্ত বধি-এ অঞ্চলে তাহাকে “কাঠি” বলে-- বাধিয়াছেন ; ভবিষ্যৎ প্লাবনে পানীয় জল রক্ষা করিবার জন্যে স্থানে স্থানে প্লাবনতরঙ্গ হইতে উচ্চতর পাড়বিশিষ্ট দীর্ষিক খনন করিয়াছেন । এবং তাহাজের আশ্রয়ের জন্যে স্থানে স্থানে ইষ্টকনিৰ্ম্মিত দ্বিতল কাছারী-বাড়ীর নির্মাণ আরম্ভ করিয়াছেন। অনাথনাথ প্রজাদের মা বাপ। চিরদিন তাহার এরূপ স্বনাম । তাহাতে ঝটিকার পর প্রজাদের যে এরূপ সাহায্য করিয়াছেন, জনরব তাহা বিছাদ্বেগে সংখ্যাতীত কণ্ঠে প্রচারিত করিয়াছে। এ মুখ্যাতিতে